১২:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুর বিএনপির নেতারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 74

ছবি: সংগৃহীত

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৯ এপ্রিল) দলটির মিডিয়া সেল এ তথ্য জানায়।

সৌজন্য সাক্ষাৎকালে সিঙ্গাপুর বিএনপির নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসী নেতাকর্মীদের সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপ। তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ এবং সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও সংগঠনের সক্রিয় কর্মীরা।

সাক্ষাৎকালে তারেক রহমান প্রবাসী নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। তিনি বলেন, “প্রবাসী ভাই-বোনেরা দেশের দুর্দিনে সব সময় দলের পাশে থেকেছেন। আপনাদের এই অবদান বিএনপি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।”

সাক্ষাৎ শেষে সিঙ্গাপুর বিএনপির নেতারা দলের প্রতি তাদের অবিচল আস্থার কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও দলের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা জানান, এটি ছিল একটি আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা, যা প্রবাসে দলীয় সংগঠনের গতিশীলতা আরও বাড়াতে সহায়ক হবে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রবাসী ইউনিটগুলোর নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।

এ ধরনের সাক্ষাৎকার প্রবাসে দলীয় ঐক্য ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি কার্যকর সুযোগ তৈরি করছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুর বিএনপির নেতারা

আপডেট সময় ১০:১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৯ এপ্রিল) দলটির মিডিয়া সেল এ তথ্য জানায়।

সৌজন্য সাক্ষাৎকালে সিঙ্গাপুর বিএনপির নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসী নেতাকর্মীদের সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপ। তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ এবং সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও সংগঠনের সক্রিয় কর্মীরা।

সাক্ষাৎকালে তারেক রহমান প্রবাসী নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। তিনি বলেন, “প্রবাসী ভাই-বোনেরা দেশের দুর্দিনে সব সময় দলের পাশে থেকেছেন। আপনাদের এই অবদান বিএনপি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।”

সাক্ষাৎ শেষে সিঙ্গাপুর বিএনপির নেতারা দলের প্রতি তাদের অবিচল আস্থার কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও দলের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা জানান, এটি ছিল একটি আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা, যা প্রবাসে দলীয় সংগঠনের গতিশীলতা আরও বাড়াতে সহায়ক হবে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রবাসী ইউনিটগুলোর নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।

এ ধরনের সাক্ষাৎকার প্রবাসে দলীয় ঐক্য ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি কার্যকর সুযোগ তৈরি করছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।