সোনম কাপুরের দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন!

- আপডেট সময় ০৪:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 20
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছে। ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২২ সালে তাদের প্রথম সন্তান, পুত্র বায়ুর জন্ম হয়। বর্তমানে সোনম তার ছোট্ট ছেলেকে নিয়েই বেশিরভাগ সময় কাটান, যার ঝলক প্রায়ই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যায়।
সম্প্রতি, তাদের সপ্তম বিবাহবার্ষিকীতে সোনম ও আনন্দকে একসঙ্গে একটি ক্লিনিকে যেতে দেখা যায়। পাপারাজ্জিদের তোলা সেই ভিডিওতে সোনমকে ঢিলেঢালা সাদা পোশাকে দেখা যায়। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে এই দম্পতি দ্বিতীয় সন্তানেরParenting প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই এই বিষয়ে প্রশ্ন তুলেছেন।
যদিও সোনম বা আনন্দ কেউই ডাক্তারের কাছে যাওয়ার কারণ স্পষ্ট করেননি, তবে তাদের হাসিখুশি ও স্বাভাবিক আচরণ অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই সোনম ও আনন্দ তাদের দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর দিতে পারেন।
প্রসঙ্গত, পুত্র বায়ুকে সময় দেওয়ার জন্য সোনম বর্তমানে অভিনয় জগৎ থেকে কিছুটা দূরে রয়েছেন। তবে অনুরাগীরা আশা করছেন, খুব শীঘ্রই তাদের প্রিয় অভিনেত্রীকে আবারও সিনেমার পর্দায় দেখতে পাবেন। আপাতত, সোনমের দ্বিতীয়বার মা হওয়ার খবরের সত্যতা জানার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।