আজ আত্মপ্রকাশ করছে রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ
- আপডেট সময় ০৪:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 43
আজ শুক্রবার (৯ মে) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপিবি/আপ বাংলাদেশ)। বিকেল ৪টায় ইউপিবির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দলটির প্রধান উদ্যোক্তা আলী হাসান জুনায়েদ ফেসবুকে গত সোমবার (৬ মে) এ তথ্য শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেন, এটি মূলত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, দল নয়। জুনায়েদ বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা। দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”
তিনি আরও বলেন, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন এবং পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে চান। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনে এই প্ল্যাটফর্ম কাজ করবে। তিনি সবার পরামর্শ, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, ইউপিবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিও শুরু করেছে। সংগঠক ফায়াজ শাহেদ ফেসবুকে লিখেছেন, “জুলাই শহীদ, পিলখানা শহীদ, শাপলার শহীদ এবং সাঈদীর রায়কেন্দ্রিক শহীদ পরিবারসহ আহত ও আয়নাঘরের কয়েকজন জীবন্ত শহীদের মর্মস্পর্শী বক্তৃতার মধ্য দিয়ে আমাদের প্রাণের প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ ঘটবে। কেন্দ্রীয় কমিটি প্রকাশের মাধ্যমে সারাদেশকে জানাবো ‘জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছি।’”

























