০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর

আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 57

ছবি: সংগৃহীত

নজরুলসংগীতের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌস আরা পাচ্ছেন আজীবন সম্মাননা। আগামী ১৯ মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে। চ্যানেল আই কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে নজরুলসংগীতে অসামান্য অবদান রাখা ফেরদৌস আরা এ সম্মাননা প্রসঙ্গে বলেন, “এই স্বীকৃতি আমার আগামী দিনের কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে। শুধু সংগীত নিয়ে আমাদের দেশে সেভাবে কোনো আয়োজন দেখা যায় না। তবে চ্যানেল আই দীর্ঘ দুই দশক ধরে নিয়মিতভাবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্র সংগীতসহ নানা ধারার সংগীতের শিল্পীদের স্বীকৃতি দিয়ে যাচ্ছে এটি নিঃসন্দেহে সংগীতাঙ্গনের জন্য গর্বের।”

তিনি আরও বলেন, “চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রতিবারই সংগীতের বিভিন্ন শাখার গুণীজনদের সম্মানিত করে থাকে। এর মাধ্যমে নতুন ও প্রবীণ শিল্পীদের মাঝে একধরনের উদ্দীপনা তৈরি হয়। যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোতে হয়, সেখানে এ ধরনের পুরস্কার শিল্পী ও সংস্কৃতিচর্চাকে বাঁচিয়ে রাখে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”

বিজ্ঞাপন

শিল্পী ফেরদৌস আরা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নজরুলসংগীতকে সাধনার জায়গায় নিয়ে গেছেন। কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও তিনি নজরুলসংগীতের প্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর কণ্ঠে নজরুলের গান পেয়েছে এক অনন্য আবেদন।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস দেশের সংগীতাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই আয়োজনে দেশের খ্যাতনামা ও উদীয়মান শিল্পীদের সম্মাননা জানানো হয়। এবার সেই তালিকায় আজীবন সম্মাননায় যুক্ত হচ্ছেন ফেরদৌস আরার নাম, যা সংগীতাঙ্গনে আরও এক গৌরবময় অধ্যায় যুক্ত করল।

ফেরদৌস আরা মনে করেন, এ সম্মাননা তাঁর কাজের গতি আরও বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নজরুলসংগীতকে আরও প্রাণবন্ত করে তুলে ধরার প্রেরণা জোগাবে।

নিউজটি শেয়ার করুন

আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা

আপডেট সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

নজরুলসংগীতের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌস আরা পাচ্ছেন আজীবন সম্মাননা। আগামী ১৯ মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে। চ্যানেল আই কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে নজরুলসংগীতে অসামান্য অবদান রাখা ফেরদৌস আরা এ সম্মাননা প্রসঙ্গে বলেন, “এই স্বীকৃতি আমার আগামী দিনের কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে। শুধু সংগীত নিয়ে আমাদের দেশে সেভাবে কোনো আয়োজন দেখা যায় না। তবে চ্যানেল আই দীর্ঘ দুই দশক ধরে নিয়মিতভাবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্র সংগীতসহ নানা ধারার সংগীতের শিল্পীদের স্বীকৃতি দিয়ে যাচ্ছে এটি নিঃসন্দেহে সংগীতাঙ্গনের জন্য গর্বের।”

তিনি আরও বলেন, “চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রতিবারই সংগীতের বিভিন্ন শাখার গুণীজনদের সম্মানিত করে থাকে। এর মাধ্যমে নতুন ও প্রবীণ শিল্পীদের মাঝে একধরনের উদ্দীপনা তৈরি হয়। যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোতে হয়, সেখানে এ ধরনের পুরস্কার শিল্পী ও সংস্কৃতিচর্চাকে বাঁচিয়ে রাখে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”

বিজ্ঞাপন

শিল্পী ফেরদৌস আরা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নজরুলসংগীতকে সাধনার জায়গায় নিয়ে গেছেন। কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও তিনি নজরুলসংগীতের প্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর কণ্ঠে নজরুলের গান পেয়েছে এক অনন্য আবেদন।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস দেশের সংগীতাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই আয়োজনে দেশের খ্যাতনামা ও উদীয়মান শিল্পীদের সম্মাননা জানানো হয়। এবার সেই তালিকায় আজীবন সম্মাননায় যুক্ত হচ্ছেন ফেরদৌস আরার নাম, যা সংগীতাঙ্গনে আরও এক গৌরবময় অধ্যায় যুক্ত করল।

ফেরদৌস আরা মনে করেন, এ সম্মাননা তাঁর কাজের গতি আরও বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নজরুলসংগীতকে আরও প্রাণবন্ত করে তুলে ধরার প্রেরণা জোগাবে।