চার দেশে একযোগে হামলা চালালো ইসরায়েল, নিহত কমপক্ষে ৫৪ জন

- আপডেট সময় ১২:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 47
গাজা উপত্যকায় ব্যাপক অভিযান চালিয়ে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটানোর মধ্যেই একই দিনে আরও তিনটি দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার সিরিয়া, লেবানন ও ইয়েমেনে একযোগে বিমান হামলা চালায় তারা। এসব হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষয়ক্ষতির ঘটনার পরই পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অংশ নেয় অন্তত ৩০টি যুদ্ধবিমান। তেল আবিব জানায়, হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর এলাকার ‘সন্ত্রাসী অবকাঠামো’ এবং পূর্ব হোদেইদার একটি কংক্রিট কারখানাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হুতির হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এ হামলায় বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।
এছাড়াও একই দিনে সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি এবং লেবাননের দক্ষিণাঞ্চলেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে গাজা উপত্যকার দখল নিশ্চিত করতে আরও বড় ধরনের অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, গাজার ২০ লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক স্থানচ্যুত করার জন্য ‘নতুন স্থল অভিযান’ চালানো হবে। এর মাধ্যমে গাজাকে পুরোপুরি খালি করে ফেলার পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার এই প্রেক্ষাপটে আসছে সপ্তাহে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত চলা এই সফরে তিনি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, একই দিনে চার দেশে হামলা চালিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংঘাতের ইঙ্গিত দিয়েছে। এতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা আরও বেড়ে গেছে।