০১:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

পাপনের ৮০০ কোটি টাকার লেনদেন ও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 112

ছবি সংগৃহীত

 

সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীকে ঘিরে প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও দুদকের অনুসন্ধানে পাপন দম্পতির নামে ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ মিলেছে।

দুদক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কমিশনের অনুমোদন পাওয়ায় পাপন দম্পতির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন দুদকের উপ-পরিচালক সাইদুজ্জামান। দীর্ঘ এক যুগের বেশি সময় বিসিবির সভাপতির দায়িত্বে থাকাকালীন সময়েই পাপনের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠে। দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, বিসিবির শত শত কোটি টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করেছেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে দুদক গত ২৮ এপ্রিল বিসিবিকে একটি চিঠি পাঠায়, যেখানে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, বিপিএলের খরচ, আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যয়, বিদেশি কোচ নিয়োগ ইত্যাদি মিলিয়ে ২৭টি ভিন্ন ভিন্ন খাতের নথিপত্র চাওয়া হয়।

দুদক সূত্র বলছে, নাজমুল হাসান পাপন আওয়ামী লীগের টিকিটে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এমপি থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে সরকারি অর্থ লুটপাটের অভিযোগও উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুদকের অনুসন্ধানে উঠে আসে তার এবং স্ত্রীর বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য।

এছাড়া বিসিবিতে অর্থ আত্মসাতের আরও একটি পৃথক অনুসন্ধানও চালাচ্ছে দুদক, যা এখনও চলমান রয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরে একাধিক চিঠি পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে এতবড় আর্থিক কেলেঙ্কারির তথ্য প্রকাশ্যে আসায় ক্রীড়াঙ্গনসহ রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্য ছড়িয়েছে। দুদক বলছে, তদন্তে আরও নতুন তথ্য পাওয়া গেলে সেটিও মামলার আওতায় আনা হবে।

 

নিউজটি শেয়ার করুন

পাপনের ৮০০ কোটি টাকার লেনদেন ও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক

আপডেট সময় ০২:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

 

সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীকে ঘিরে প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও দুদকের অনুসন্ধানে পাপন দম্পতির নামে ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ মিলেছে।

দুদক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কমিশনের অনুমোদন পাওয়ায় পাপন দম্পতির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন দুদকের উপ-পরিচালক সাইদুজ্জামান। দীর্ঘ এক যুগের বেশি সময় বিসিবির সভাপতির দায়িত্বে থাকাকালীন সময়েই পাপনের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠে। দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, বিসিবির শত শত কোটি টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করেছেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে দুদক গত ২৮ এপ্রিল বিসিবিকে একটি চিঠি পাঠায়, যেখানে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, বিপিএলের খরচ, আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যয়, বিদেশি কোচ নিয়োগ ইত্যাদি মিলিয়ে ২৭টি ভিন্ন ভিন্ন খাতের নথিপত্র চাওয়া হয়।

দুদক সূত্র বলছে, নাজমুল হাসান পাপন আওয়ামী লীগের টিকিটে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এমপি থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে সরকারি অর্থ লুটপাটের অভিযোগও উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুদকের অনুসন্ধানে উঠে আসে তার এবং স্ত্রীর বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য।

এছাড়া বিসিবিতে অর্থ আত্মসাতের আরও একটি পৃথক অনুসন্ধানও চালাচ্ছে দুদক, যা এখনও চলমান রয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরে একাধিক চিঠি পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে এতবড় আর্থিক কেলেঙ্কারির তথ্য প্রকাশ্যে আসায় ক্রীড়াঙ্গনসহ রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্য ছড়িয়েছে। দুদক বলছে, তদন্তে আরও নতুন তথ্য পাওয়া গেলে সেটিও মামলার আওতায় আনা হবে।