০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

সংবাদপত্রের স্বাধীনতায় বিএনপির অঙ্গীকার ছিল, আছে, থাকবে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 141

ছবি সংগৃহীত

 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে বিএনপি সবসময় ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, “ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি কখনোই অন্যের মতামত দমন করার পক্ষে নয়। সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা আমাদের নীতিগত অবস্থান।”

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সম্পাদক পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “আমরা নির্দ্বিধায় বলতে পারি সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা অতীতে সাংবাদিকদের ওপর যে নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলছি। কখনোই অন্যের মতকে জোর করে চাপিয়ে দেওয়াকে সমর্থন করব না।”

তিনি আরও বলেন, “বর্তমানে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আতঙ্ক কাজ করে। কোনো কোনো প্রেস বা সোশ্যাল মিডিয়া কীভাবে বক্তব্য উপস্থাপন করবে, সেটা নিয়ে উদ্বেগ থাকে। সাম্প্রতিক সময়ে যেভাবে ব্যক্তিগত চরিত্র হননের প্রবণতা বেড়েছে, তা আমাদের জন্য গভীর উদ্বেগের।”

সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ‘সংস্কারবিরোধী’ অপপ্রচার চালানো হলেও বাস্তবতা ভিন্ন। তিনি জানান, “আমরাই একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় গিয়েছি, রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে পরিবর্তন এনেছি। এমনকি অনেক আপত্তির পরও আমরাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে এনেছি। এগুলো অস্বীকার করে ইতিহাস বিকৃতি করা হচ্ছে, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।”

বিএনপি মহাসচিব দাবি করেন, “সংবাদপত্রের স্বাধীনতা প্রথম উন্মুক্ত করেছিল বিএনপি সরকার। বাকশাল শাসনামলে যেখানে সব পত্রিকা বন্ধ ছিল, সেখানে আমরাই প্রথম মিডিয়ার প্রসার ঘটিয়েছি। আজকের আকাশমাধ্যমের সূচনা আমাদের হাত ধরেই। আমাদের সময় সাংবাদিকদের ওপর নিপীড়ন তুলনামূলকভাবে অনেক কম ছিল।”

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্র মানে কারও মত জোর করে চাপিয়ে দেওয়া নয়। আমি যা বলব সেটাই ঠিক, আর আমার মত ছাড়া সব ভুল এই দৃষ্টিভঙ্গি গণতন্ত্রের পরিপন্থী। সংবাদমাধ্যম আমার কথা বললে ঠিক, আর না বললে ভুল এমন চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। এতে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

 

নিউজটি শেয়ার করুন

সংবাদপত্রের স্বাধীনতায় বিএনপির অঙ্গীকার ছিল, আছে, থাকবে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে বিএনপি সবসময় ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, “ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি কখনোই অন্যের মতামত দমন করার পক্ষে নয়। সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা আমাদের নীতিগত অবস্থান।”

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সম্পাদক পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “আমরা নির্দ্বিধায় বলতে পারি সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা অতীতে সাংবাদিকদের ওপর যে নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলছি। কখনোই অন্যের মতকে জোর করে চাপিয়ে দেওয়াকে সমর্থন করব না।”

তিনি আরও বলেন, “বর্তমানে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আতঙ্ক কাজ করে। কোনো কোনো প্রেস বা সোশ্যাল মিডিয়া কীভাবে বক্তব্য উপস্থাপন করবে, সেটা নিয়ে উদ্বেগ থাকে। সাম্প্রতিক সময়ে যেভাবে ব্যক্তিগত চরিত্র হননের প্রবণতা বেড়েছে, তা আমাদের জন্য গভীর উদ্বেগের।”

সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ‘সংস্কারবিরোধী’ অপপ্রচার চালানো হলেও বাস্তবতা ভিন্ন। তিনি জানান, “আমরাই একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় গিয়েছি, রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে পরিবর্তন এনেছি। এমনকি অনেক আপত্তির পরও আমরাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে এনেছি। এগুলো অস্বীকার করে ইতিহাস বিকৃতি করা হচ্ছে, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।”

বিএনপি মহাসচিব দাবি করেন, “সংবাদপত্রের স্বাধীনতা প্রথম উন্মুক্ত করেছিল বিএনপি সরকার। বাকশাল শাসনামলে যেখানে সব পত্রিকা বন্ধ ছিল, সেখানে আমরাই প্রথম মিডিয়ার প্রসার ঘটিয়েছি। আজকের আকাশমাধ্যমের সূচনা আমাদের হাত ধরেই। আমাদের সময় সাংবাদিকদের ওপর নিপীড়ন তুলনামূলকভাবে অনেক কম ছিল।”

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্র মানে কারও মত জোর করে চাপিয়ে দেওয়া নয়। আমি যা বলব সেটাই ঠিক, আর আমার মত ছাড়া সব ভুল এই দৃষ্টিভঙ্গি গণতন্ত্রের পরিপন্থী। সংবাদমাধ্যম আমার কথা বললে ঠিক, আর না বললে ভুল এমন চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। এতে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।