১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59 ‘হ্যাঁ’–‘না’ পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ জুলাই সনদে সাইন করে ভুল করেছেন, এখন কাফফারা দিন: বিএনপিকে নাসীরুদ্দীন

১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 62

ছবি সংগৃহীত

 

১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম পরিচালনা না করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়। সেখানে আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইউজিসি বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শাস্তির মুখে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো:
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সাতমসজিদ রোডের ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজারবাগের দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি, গুলশানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং বনানীর প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।

এছাড়া আছে শ্যামলীর আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, পান্থপথের সোনারগাঁও ইউনিভার্সিটি, মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ফেনীর ফেনী ইউনিভার্সিটি, কুমিল্লার ব্রিটানিয়া ইউনিভার্সিটি, চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১২(১) অনুযায়ী সাময়িক অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম শুরু করেনি। আইন অনুযায়ী এটি গুরুতর লঙ্ঘন।

উল্লেখ্য, ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে একাধিক বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এ নিয়ম উপেক্ষা করে অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও আইনি পদক্ষেপ জরুরি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

ইউজিসির কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে শিগগিরই তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

আপডেট সময় ০৩:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম পরিচালনা না করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়। সেখানে আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইউজিসি বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শাস্তির মুখে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো:
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সাতমসজিদ রোডের ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজারবাগের দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি, গুলশানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং বনানীর প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।

এছাড়া আছে শ্যামলীর আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, পান্থপথের সোনারগাঁও ইউনিভার্সিটি, মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ফেনীর ফেনী ইউনিভার্সিটি, কুমিল্লার ব্রিটানিয়া ইউনিভার্সিটি, চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১২(১) অনুযায়ী সাময়িক অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম শুরু করেনি। আইন অনুযায়ী এটি গুরুতর লঙ্ঘন।

উল্লেখ্য, ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে একাধিক বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এ নিয়ম উপেক্ষা করে অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও আইনি পদক্ষেপ জরুরি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

ইউজিসির কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে শিগগিরই তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।