০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

হাওড়ে বোরো ধান কাটার ব্যস্ততা, টানা খরায় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 67

ছবি সংগৃহীত

 

মৌলভীবাজারের হাওড় অঞ্চলে এখন চলছে বোরো ধান কাটার মৌসুম। প্রতিটি মাঠে চলছে কাস্তে ও আধুনিক যন্ত্রের সমন্বয়ে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা। বৈশাখের ঝলমলে রোদে সোনালি ধানের মাঠ যেন উৎসবের রঙে ভরে উঠেছে। তবে এ বছর আবহাওয়ার বৈরিতার কারণে উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাওড়পাড়ের কৃষকরা।

জেলার কাওয়াদিঘি, হাকালুকি ও হাইলহাওড় ঘুরে দেখা গেছে, প্রতিটি হাওড়ে এখন পাকা ধানের সমারোহ। শিশু থেকে বৃদ্ধ, গৃহবধূ থেকে শুরু করে সবাই ধান কাটার কাজে হাত লাগিয়েছেন। যান্ত্রিক হারভেস্টারের পাশাপাশি অনেকেই নিজ হাতে ধান কেটে নিচ্ছেন, কারণ শ্রমিক সংকটও রয়েছে প্রকটভাবে।

বিজ্ঞাপন

কৃষকরা জানান, গত বছরের বন্যায় আমন ধানে ব্যাপক ক্ষতি হওয়ায় এবার বোরো চাষে তারা জোর দিয়েছেন। মনুনদী প্রকল্পভুক্ত কাওয়াদিঘি এলাকায় আগেভাগে সেচের পানির ব্যবস্থা থাকায় অতিরিক্ত জমিতে বোরো চাষ সম্ভব হয়েছে। তবে ফসলে তোড় আসার সময় অনাবৃষ্টি ও খরার কারণে ধানে ব্যাপক চিটা দেখা দিয়েছে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে।

কৃষক আনসার মিয়া বলেন, “এ বছর ২০০ বিঘা জমিতে ধান চাষ করেছি। প্রথমে পোকার আক্রমণ হলেও পরে ফলন ভালো হয়। কিন্তু টানা খরার কারণে ধানে চিটা হয়েছে প্রচুর। প্রায় ৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি।”

কাশেমপুর এলাকার চাষিরাও ধানে চিটার কথা উল্লেখ করে বলেন, পর্যাপ্ত হারভেস্টার মেশিন না থাকায় ধান কাটতে সমস্যা হচ্ছে। হাওড় রক্ষা আন্দোলনের সদস্য সচিব খসরু মিয়া চৌধুরী সরকারের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার দাবি জানান।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন সরকার জানান, জেলার হাওড় অঞ্চলের ৯৫ শতাংশ এবং উঁচু এলাকার ৩৪ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। তিনি জানান, অনাবৃষ্টি ও খরায় চাষিদের ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা দেয়া হবে।

এ বছর মৌলভীবাজারে ৬২ হাজার ১৪০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার সম্ভাব্য উৎপাদন ২ লাখ ৫৫ হাজার ২৩১ মেট্রিক টন। ফলন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

হাওড়ে বোরো ধান কাটার ব্যস্ততা, টানা খরায় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

আপডেট সময় ০২:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

মৌলভীবাজারের হাওড় অঞ্চলে এখন চলছে বোরো ধান কাটার মৌসুম। প্রতিটি মাঠে চলছে কাস্তে ও আধুনিক যন্ত্রের সমন্বয়ে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা। বৈশাখের ঝলমলে রোদে সোনালি ধানের মাঠ যেন উৎসবের রঙে ভরে উঠেছে। তবে এ বছর আবহাওয়ার বৈরিতার কারণে উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাওড়পাড়ের কৃষকরা।

জেলার কাওয়াদিঘি, হাকালুকি ও হাইলহাওড় ঘুরে দেখা গেছে, প্রতিটি হাওড়ে এখন পাকা ধানের সমারোহ। শিশু থেকে বৃদ্ধ, গৃহবধূ থেকে শুরু করে সবাই ধান কাটার কাজে হাত লাগিয়েছেন। যান্ত্রিক হারভেস্টারের পাশাপাশি অনেকেই নিজ হাতে ধান কেটে নিচ্ছেন, কারণ শ্রমিক সংকটও রয়েছে প্রকটভাবে।

বিজ্ঞাপন

কৃষকরা জানান, গত বছরের বন্যায় আমন ধানে ব্যাপক ক্ষতি হওয়ায় এবার বোরো চাষে তারা জোর দিয়েছেন। মনুনদী প্রকল্পভুক্ত কাওয়াদিঘি এলাকায় আগেভাগে সেচের পানির ব্যবস্থা থাকায় অতিরিক্ত জমিতে বোরো চাষ সম্ভব হয়েছে। তবে ফসলে তোড় আসার সময় অনাবৃষ্টি ও খরার কারণে ধানে ব্যাপক চিটা দেখা দিয়েছে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে।

কৃষক আনসার মিয়া বলেন, “এ বছর ২০০ বিঘা জমিতে ধান চাষ করেছি। প্রথমে পোকার আক্রমণ হলেও পরে ফলন ভালো হয়। কিন্তু টানা খরার কারণে ধানে চিটা হয়েছে প্রচুর। প্রায় ৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি।”

কাশেমপুর এলাকার চাষিরাও ধানে চিটার কথা উল্লেখ করে বলেন, পর্যাপ্ত হারভেস্টার মেশিন না থাকায় ধান কাটতে সমস্যা হচ্ছে। হাওড় রক্ষা আন্দোলনের সদস্য সচিব খসরু মিয়া চৌধুরী সরকারের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার দাবি জানান।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন সরকার জানান, জেলার হাওড় অঞ্চলের ৯৫ শতাংশ এবং উঁচু এলাকার ৩৪ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। তিনি জানান, অনাবৃষ্টি ও খরায় চাষিদের ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা দেয়া হবে।

এ বছর মৌলভীবাজারে ৬২ হাজার ১৪০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার সম্ভাব্য উৎপাদন ২ লাখ ৫৫ হাজার ২৩১ মেট্রিক টন। ফলন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।