বিশ্বের সেরা ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ খান, রেকর্ড আয়!

- আপডেট সময় ০৫:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 105
উপমহাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে শাহরুখ খানের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বলিউড বাদশা হিসেবে পরিচিত এই অভিনেতা শুধু ‘পাঠান’ কিংবা ‘জাওয়ান’-এর মতো ব্লকবাস্টার দিয়েই নয়, অভিনয় গুণে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি যেমন অর্জন করেছেন অভিনয়ের স্বীকৃতি, তেমনি আর্থিক দিক থেকেও পেছনে ফেলেছেন অনেক বিশ্বমানের তারকাকে। সম্প্রতি ‘ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স’ নামের একটি জনপ্রিয় টুইটার হ্যান্ডলে প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে শাহরুখ খানের নাম।
এই তালিকায় প্রথম তিন স্থানে রয়েছেন হলিউডের তিন সুপারস্টার আর্নল্ড শোয়ার্জনেগার, ডোয়াইন জনসন ও টম ক্রুজ। আর চতুর্থ স্থানেই জায়গা করে নিয়েছেন ভারতের একমাত্র প্রতিনিধি শাহরুখ খান।
প্রকাশিত তথ্যে দেখা গেছে, শাহরুখ খানের সম্পদের পরিমাণ বর্তমানে ৮৭৬.৫ মিলিয়ন মার্কিন ডলার। মাত্র দুই বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে প্রায় ১০৬.৫ মিলিয়ন ডলার, যা ২০২৩ সালে ছিল ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার।
তালিকায় এরপর রয়েছেন জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরো, ব্র্যাড পিট ও জ্যাক নিকোলসনের মতো প্রখ্যাত অভিনেতারা। তবে গতবারের মতো এবারও শাহরুখ রয়েছেন একই স্থানে, অর্থাৎ চতুর্থ।
শুধু সিনেমায় নয়, বিভিন্ন বিজ্ঞাপন ও ব্যবসায়িক উদ্যোগেও সমান পারদর্শী শাহরুখ। আইসিআইসিআই, লাক্স, হুন্দাই, এয়ারটেলসহ একাধিক শীর্ষ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। প্রতিটি ব্র্যান্ডের কাছ থেকে তিনি প্রতি বিজ্ঞাপনের জন্য পান ৫.৫ থেকে ১০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক।
এছাড়া শাহরুখ খানের নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এই প্রতিষ্ঠান থেকে তিনি প্রযোজনার পাশাপাশি ডিজিটাল কনটেন্ট নির্মাণেও সক্রিয়।
এদিকে বলিউড পেরিয়ে হলিউডে পা রাখার গুঞ্জনও উঠেছে। শোনা যাচ্ছে, মার্ভেল স্টুডিওর ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের ‘সাকার’ চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন শাহরুখ খান। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে ভক্তরা এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত।
বিশ্বজুড়ে নিজের অবস্থান ক্রমেই শক্ত করছেন শাহরুখ খান, আর প্রমাণ করছেন তিনি শুধু বলিউড বাদশা নন, বরং গ্লোবাল আইকন।