ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলের হামলা ও অবরোধে গাজায় একদিনেই ৭১ জনের প্রাণহানি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের বৈঠক: নীতিগত আলোচনা আবহাওয়ার সতর্কতা: ৬০ কিমি বেগে ঝড়ের আভাস আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন সংকট:

সাত দফা দাবিতে প্রতীকী অনশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 75

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন সংকট: সাত দফা দাবিতে প্রতীকী অনশন

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শতভাগ আবাসিকতার দাবি পূরণে সাত দফা দাবিতে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে এই কর্মসূচি চলে।

ছাত্রীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: প্রথম বর্ষে ভর্তিকৃত ছাত্রীর জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা, দ্রুত গণরুম ব্যবস্থা বন্ধ করা, নতুন ছাত্রী হল নির্মাণের আগ পর্যন্ত অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং মূল ক্যাম্পাসের ভেতরে ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ।

আবাসন সংকট নিয়ে গত বছরও একাধিকবার আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। গত বছরের ১৫ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর মানববন্ধনের পর ২৯ ডিসেম্বর উপাচার্যের কাছে স্মারকলিপি দেন তাঁরা। তবুও সমস্যার কার্যকর সমাধান না হওয়ায় নতুন করে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তাঁরা শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, আবাসন সংকট নিরসনে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। সহ-উপাচার্য সাইমা হক বিদিশা প্রথম আলোকে বলেন, “আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করছি এবং সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ এবং বিদ্যমান হলগুলোর সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয়। ছাত্রীদের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ ও বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান কত দ্রুত হবে, সেটিই এখন দেখার বিষয়। তবে আন্দোলনরত ছাত্রীদের একাংশ জানিয়েছে, আশ্বাস নয়, তারা বাস্তব পদক্ষেপ দেখতে চান।

নিউজটি শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন সংকট:

সাত দফা দাবিতে প্রতীকী অনশন

আপডেট সময় ০৫:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শতভাগ আবাসিকতার দাবি পূরণে সাত দফা দাবিতে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে এই কর্মসূচি চলে।

ছাত্রীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: প্রথম বর্ষে ভর্তিকৃত ছাত্রীর জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা, দ্রুত গণরুম ব্যবস্থা বন্ধ করা, নতুন ছাত্রী হল নির্মাণের আগ পর্যন্ত অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং মূল ক্যাম্পাসের ভেতরে ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ।

আবাসন সংকট নিয়ে গত বছরও একাধিকবার আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। গত বছরের ১৫ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর মানববন্ধনের পর ২৯ ডিসেম্বর উপাচার্যের কাছে স্মারকলিপি দেন তাঁরা। তবুও সমস্যার কার্যকর সমাধান না হওয়ায় নতুন করে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তাঁরা শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, আবাসন সংকট নিরসনে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। সহ-উপাচার্য সাইমা হক বিদিশা প্রথম আলোকে বলেন, “আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করছি এবং সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ এবং বিদ্যমান হলগুলোর সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয়। ছাত্রীদের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ ও বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান কত দ্রুত হবে, সেটিই এখন দেখার বিষয়। তবে আন্দোলনরত ছাত্রীদের একাংশ জানিয়েছে, আশ্বাস নয়, তারা বাস্তব পদক্ষেপ দেখতে চান।