ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহান মে দিবস উপলক্ষে রাজধানীজুড়ে শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে সারা দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে র‌্যালি ও সমাবেশে যোগ দেন হাজারো শ্রমজীবী মানুষ। রঙিন ব্যানার, ফেস্টুন ও নানা দাবি-দাওয়ার স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা জানান, শ্রমিকদের অধিকার আদায়ে এখনো অনেক পথ বাকি। বিশেষ করে ন্যূনতম মজুরি বৃদ্ধি, নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ, স্বাস্থ্য সুবিধা, এবং চাকরির নিরাপত্তা এসব বিষয়ে সরকার ও মালিকপক্ষের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাদের মতে, কেবল শ্রমক্ষেত্রেই নয়, শিক্ষা ও চাকরি প্রাপ্তিতেও বৈষম্য রয়েছে, যা নিরসনে রাষ্ট্রকে আরও উদ্যোগী হতে হবে।

১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে যে শ্রমিকরা আন্দোলনে নামেন এবং জীবন দেন, সেই আত্মত্যাগের স্মরণে এই দিনটি ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়। বাংলাদেশও প্রতি বছর নানা আনুষ্ঠানিকতায় ও গুরুত্ব দিয়ে দিবসটি পালন করে আসছে।

এবারের মে দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয়েছে মূল অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতা, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন।

এছাড়াও সারা দেশে শ্রমিকদের অধিকার তুলে ধরতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। বিশেষ করে পোশাক শিল্প, নির্মাণ খাত, পরিবহন ও কৃষিখাতে কর্মরত শ্রমিকদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

মে দিবসে শ্রমজীবী মানুষেরা আশাবাদ ব্যক্ত করেন, শ্রমিক-মালিকের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ যেখানে শ্রমের মর্যাদা থাকবে সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন

মহান মে দিবস উপলক্ষে রাজধানীজুড়ে শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি

আপডেট সময় ০২:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে সারা দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে র‌্যালি ও সমাবেশে যোগ দেন হাজারো শ্রমজীবী মানুষ। রঙিন ব্যানার, ফেস্টুন ও নানা দাবি-দাওয়ার স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা জানান, শ্রমিকদের অধিকার আদায়ে এখনো অনেক পথ বাকি। বিশেষ করে ন্যূনতম মজুরি বৃদ্ধি, নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ, স্বাস্থ্য সুবিধা, এবং চাকরির নিরাপত্তা এসব বিষয়ে সরকার ও মালিকপক্ষের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাদের মতে, কেবল শ্রমক্ষেত্রেই নয়, শিক্ষা ও চাকরি প্রাপ্তিতেও বৈষম্য রয়েছে, যা নিরসনে রাষ্ট্রকে আরও উদ্যোগী হতে হবে।

১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে যে শ্রমিকরা আন্দোলনে নামেন এবং জীবন দেন, সেই আত্মত্যাগের স্মরণে এই দিনটি ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়। বাংলাদেশও প্রতি বছর নানা আনুষ্ঠানিকতায় ও গুরুত্ব দিয়ে দিবসটি পালন করে আসছে।

এবারের মে দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয়েছে মূল অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতা, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন।

এছাড়াও সারা দেশে শ্রমিকদের অধিকার তুলে ধরতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। বিশেষ করে পোশাক শিল্প, নির্মাণ খাত, পরিবহন ও কৃষিখাতে কর্মরত শ্রমিকদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

মে দিবসে শ্রমজীবী মানুষেরা আশাবাদ ব্যক্ত করেন, শ্রমিক-মালিকের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ যেখানে শ্রমের মর্যাদা থাকবে সর্বোচ্চ।