শ্রমিক-মালিকের ঐক্যে গড়বে নতুন বাংলাদেশ: আজ মহান মে দিবস

- আপডেট সময় ০৯:৪৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
আজ ১ মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক এই দিনটি বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে শ্রমিকদের আত্মত্যাগ ও লড়াইয়ের এই দিনটি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও শ্রমিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’। এই বার্তা সামনে রেখে আজ সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শোভাযাত্রায় অংশ নেবেন শ্রমিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এদিকে, দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শ্রমিক ও মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। মে দিবসের চেতনা আমাদের সবাইকে টেকসই উন্নয়নের পথে একযোগে কাজ করার প্রেরণা জোগায়।”
রাজনৈতিক দলগুলোর কর্মসূচি
মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলও নিয়েছে পৃথক কর্মসূচি। বিএনপি আজ দুপুর ২টায় নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এক সমাবেশের আয়োজন করেছে। ভার্চুয়ালি এতে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় আরও উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ সকাল ৯টায় পল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মে দিবসকে কেন্দ্র করে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। একইসঙ্গে শ্রমিক-মালিকের বন্ধন আরও দৃঢ় করে নতুন বাংলাদেশের পথরেখা রচনার আহ্বান এসেছে সকল মহল থেকে।