ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা মার্কিন শুল্ক নীতিতে BRICS জোটে নতুন ঐক্যের ঢেউ। চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে। “ফ্রান্সে দাবানলের তাণ্ডব: পুড়ে গেছে ৪২ হাজার একর এলাকা” হুথিদের নতুন নৌ ক্রুজ মিসাইল ‘সাইয়াদ’, লোহিত সাগরে নতুন গেম চেঞ্জার গাজায় ত্রাণের মাধ্যমে জীবাণু যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল চীনের সি৯৪৯ জেটলাইনার কি সুপারসনিক বিমান ভ্রমণের স্বর্ণযুগ ফিরিয়ে আনবে? ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ‘মন ও মানসিকতার যুদ্ধেও জয়ী’ হওয়ার দাবি ইরানের বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যেই সাংবাদিককে গলা কেটে হত্যা

নাইজেরিয়ার জামফারায় সোনার খনিতে সশস্ত্র হামলা, নিহত ২৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি সোনার খনিতে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬ জন।

সংবাদ সংস্থা আরআইএ নভস্তির প্রতিবেদনে জানানো হয়েছে, নাইজেরিয়ান মাইনার্স ইউনিয়নের প্রতিনিধি ইয়াহায়া আদামু গোবিরাওয়া বলেন, প্রথম হামলার ঘটনা ঘটে গত মঙ্গলবার (২২ এপ্রিল)। তবে সেদিন স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিল।

কিন্তু গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আরও বড় আকারে অস্ত্রধারীরা ফের হামলা চালায়। এবার তাদের হাতে ছিল ভারী অস্ত্র। জামফারার ওই সোনার খনিতে হামলাকারীরা মূলত খনিজ সম্পদ লুটের উদ্দেশ্যে আক্রমণ করে। এই অঞ্চলে খনিজ শিল্প নিয়ে সহিংসতা এখন প্রায় নিয়মিত ঘটনার রূপ নিয়েছে। হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও এখনো পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে।

‘দ্য কনভারসেশন’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে সোনা, গ্রানাইট, জিপসাম, কাওলিন, লেটারাইট, লাইমস্টোন, ফসফেট, পটাশ এবং কোয়ার্টজ বালি। নাইজেরিয়ার খনিজ বিষয়ক মন্ত্রী ডেলে আলাকে বলেন, অবৈধ খননকারীদের পেছনে প্রভাবশালী মহলের হাত রয়েছে এবং তারাই এসব সশস্ত্র হামলার অর্থ জোগান দেয়।

নাইজেরিয়ার উত্তর ইডোর সিনেটর অ্যাডামস ওশিওমহোলে আরও অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবৈধ খনি খননের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং এসব কর্মকাণ্ড সমন্বয় করছেন।

উল্লেখ্য, নাইজেরিয়ার খনিজ সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সহিংসতা চলমান রয়েছে। জামফারার সাম্প্রতিক এই হামলা আবারও সে উদ্বেগকে উস্কে দিয়েছে। সরকার যদিও নিরাপত্তা জোরদারের কথা বলছে, তবে বাস্তবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ার জামফারায় সোনার খনিতে সশস্ত্র হামলা, নিহত ২৬

আপডেট সময় ০২:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

 

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি সোনার খনিতে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬ জন।

সংবাদ সংস্থা আরআইএ নভস্তির প্রতিবেদনে জানানো হয়েছে, নাইজেরিয়ান মাইনার্স ইউনিয়নের প্রতিনিধি ইয়াহায়া আদামু গোবিরাওয়া বলেন, প্রথম হামলার ঘটনা ঘটে গত মঙ্গলবার (২২ এপ্রিল)। তবে সেদিন স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিল।

কিন্তু গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আরও বড় আকারে অস্ত্রধারীরা ফের হামলা চালায়। এবার তাদের হাতে ছিল ভারী অস্ত্র। জামফারার ওই সোনার খনিতে হামলাকারীরা মূলত খনিজ সম্পদ লুটের উদ্দেশ্যে আক্রমণ করে। এই অঞ্চলে খনিজ শিল্প নিয়ে সহিংসতা এখন প্রায় নিয়মিত ঘটনার রূপ নিয়েছে। হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও এখনো পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে।

‘দ্য কনভারসেশন’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে সোনা, গ্রানাইট, জিপসাম, কাওলিন, লেটারাইট, লাইমস্টোন, ফসফেট, পটাশ এবং কোয়ার্টজ বালি। নাইজেরিয়ার খনিজ বিষয়ক মন্ত্রী ডেলে আলাকে বলেন, অবৈধ খননকারীদের পেছনে প্রভাবশালী মহলের হাত রয়েছে এবং তারাই এসব সশস্ত্র হামলার অর্থ জোগান দেয়।

নাইজেরিয়ার উত্তর ইডোর সিনেটর অ্যাডামস ওশিওমহোলে আরও অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবৈধ খনি খননের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং এসব কর্মকাণ্ড সমন্বয় করছেন।

উল্লেখ্য, নাইজেরিয়ার খনিজ সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সহিংসতা চলমান রয়েছে। জামফারার সাম্প্রতিক এই হামলা আবারও সে উদ্বেগকে উস্কে দিয়েছে। সরকার যদিও নিরাপত্তা জোরদারের কথা বলছে, তবে বাস্তবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে।