ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ৯ জন গ্রেপ্তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়   গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের প্রস্তুতিতে শিন বেত প্রধান রনেন বার যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর গাজায় ব্যর্থতার দায়ে এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রনেন বার। পুতিনের ভূমিকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ ইতালি থেকে আসা সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই

খবরের কথা ডেস্ক

 

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তার ছেলে মিঠুন মিত্র জানিয়েছেন, গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসের গুরুতর সমস্যা ধরা পড়ে।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম নেওয়া প্রবীর মিত্র বড় হন পুরান ঢাকায়। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ডাকঘর’-এ অভিনয়ের মাধ্যমে নাট্যচর্চার সূচনা হয় তার। ১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন প্রবীর মিত্র। চারশ’র বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন চরিত্রাভিনেতা হিসেবে। ১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৮ সালে আজীবন সম্মাননা লাভ করেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমায় তার শেষ অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল।

ব্যক্তিগত জীবনে প্রেমিকা অজন্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০০০ সালে স্ত্রী অজন্তার মৃত্যু এবং ২০১২ সালে ছোট ছেলে সামিউল ইসলামের অকালপ্রয়াণ তাকে গভীরভাবে আঘাত করেছিল। আজ সোমবার (৬ জানুয়ারি) এফডিসিতে শেষ শ্রদ্ধা জানানো হবে প্রবীর মিত্রকে। সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে, যেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
৫৩৪ বার পড়া হয়েছে

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই

আপডেট সময় ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

 

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তার ছেলে মিঠুন মিত্র জানিয়েছেন, গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসের গুরুতর সমস্যা ধরা পড়ে।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম নেওয়া প্রবীর মিত্র বড় হন পুরান ঢাকায়। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ডাকঘর’-এ অভিনয়ের মাধ্যমে নাট্যচর্চার সূচনা হয় তার। ১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন প্রবীর মিত্র। চারশ’র বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন চরিত্রাভিনেতা হিসেবে। ১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৮ সালে আজীবন সম্মাননা লাভ করেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমায় তার শেষ অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল।

ব্যক্তিগত জীবনে প্রেমিকা অজন্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০০০ সালে স্ত্রী অজন্তার মৃত্যু এবং ২০১২ সালে ছোট ছেলে সামিউল ইসলামের অকালপ্রয়াণ তাকে গভীরভাবে আঘাত করেছিল। আজ সোমবার (৬ জানুয়ারি) এফডিসিতে শেষ শ্রদ্ধা জানানো হবে প্রবীর মিত্রকে। সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে, যেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।