ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা, সম্পদ বিবরণী চেয়ে আইনি নোটিশ বঙ্গোপসাগরে ভারতীয় দুই ট্রলারসহ ৩৪ জেলে আটক শুধু বাহক নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে গুপ্তচর চিপ! দাবি ইরানের। ইউক্রেনে সেনা খসড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি: ১৭-২৫ বছরের তরুণদের জন্য পালানোর আর পথ নেই। রাশিয়ার “মেগা-অফেনসিভ” পরিকল্পনা, সঙ্গে থাকছে ৩০,০০০ উত্তর কোরিয়ান সেনা অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী বরখাস্ত আমাদের উজানের দেশ, তথ্য না দিলে বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন: পরিবেশ উপদেষ্টা সর্দি কাশি নিরাময়ে লবঙ্গের ৭টি স্বাস্থ্য উপকারিতা যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা

মুস্তাফিজকে ছাড়িয়ে গেলেন বুমরাহ: রেকর্ডবুকের নতুন অধ্যায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 75

ছবি: সংগৃহীত

 

তিন ফরম্যাটেই দারুণ কার্যকরী হলেও টি-টোয়েন্টিতে জাসপ্রিত বুমরাহ যেন আলাদা এক ধাঁচে গড়া। ভারত কিংবা আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স– দুই জায়গাতেই বুমরাহ আস্থার নাম। এত কথা আলোচনায় আসছে মূলত তার কীর্তির কারণে। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের ম্যাচে তিনি স্পর্শ করেছেন ৩০০ টি-টোয়েন্টি উইকেট।

এবারের আইপিএলে একেবারে শুরু থেকে ছিলেন না এই পেসার। পিঠের ইনজুরি কাটিয়ে ফিরেছেন অনেকটা সময় পরে। তার দল মুম্বাইও ছিল না ছন্দে। যদিও সেই অবস্থা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটা। বুমরাহও ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন মুম্বাইয়ের নীল জার্সিতে।

গতকাল হায়দরবাদের বিপক্ষে বুমরাহ পেয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হেনরিখ ক্লাসেনের উইকেট। ওই একটা উইকেটই তাকে নিয়ে গেছে মাইলফলকের দোরগোড়ায়। টি-টোয়েন্টিতে সেটাই তার ৩০০ উইকেট। আর পেসারদের মধ্যে দ্রুততম ৩০০ উইকেটের বিবেচনায় ভারতের এই পেসার উঠে এসেছেন তিনে। পেছনে ফেলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে।

৩০০ টি-টোয়েন্টি উইকেট পেতে বুমরাহকে গতকাল পর্যন্ত বল করতে হয়েছে ২৩৭ ইনিংসে। ২৪১ ইনিংসে ৩০০ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। এতদিন টাইগার পেসারই ছিলেন তিনে। গতকাল তাকে সরালেন বুমরাহ। সবচেয়ে কম ২০৮ ইনিংসে ৩০০ উইকেট পূর্ণ করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাই।

পেসারদের মধ্যে দ্রুততম ৩০০ উইকেট (টি-টোয়েন্টি ফরম্যাট)
২০৮ ইনিংস – অ্যান্ড্রু টাই
২১৭ ইনিংস – লাসিথ মালিঙ্গা
২৩৭ ইনিংস – জাসপ্রিত বুমরাহ
২৪১ ইনিংস – মুস্তাফিজুর রহমান
২৪৮ ইনিংস – টিম সাউদি

মাইলফলকের ম্যাচটায় জয়ের স্বাদও পেয়েছেন বুমরাহ। সানরাইজার্স হায়দরাবাদকে এদিন তার দল মুম্বাই হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আর এই জয় আইপিএলের পয়েন্ট টেবিলে মুম্বাইকে উঠিয়ে এনেছে তিন নম্বর স্থানে।

নিউজটি শেয়ার করুন

মুস্তাফিজকে ছাড়িয়ে গেলেন বুমরাহ: রেকর্ডবুকের নতুন অধ্যায়

আপডেট সময় ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

 

তিন ফরম্যাটেই দারুণ কার্যকরী হলেও টি-টোয়েন্টিতে জাসপ্রিত বুমরাহ যেন আলাদা এক ধাঁচে গড়া। ভারত কিংবা আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স– দুই জায়গাতেই বুমরাহ আস্থার নাম। এত কথা আলোচনায় আসছে মূলত তার কীর্তির কারণে। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের ম্যাচে তিনি স্পর্শ করেছেন ৩০০ টি-টোয়েন্টি উইকেট।

এবারের আইপিএলে একেবারে শুরু থেকে ছিলেন না এই পেসার। পিঠের ইনজুরি কাটিয়ে ফিরেছেন অনেকটা সময় পরে। তার দল মুম্বাইও ছিল না ছন্দে। যদিও সেই অবস্থা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটা। বুমরাহও ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন মুম্বাইয়ের নীল জার্সিতে।

গতকাল হায়দরবাদের বিপক্ষে বুমরাহ পেয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হেনরিখ ক্লাসেনের উইকেট। ওই একটা উইকেটই তাকে নিয়ে গেছে মাইলফলকের দোরগোড়ায়। টি-টোয়েন্টিতে সেটাই তার ৩০০ উইকেট। আর পেসারদের মধ্যে দ্রুততম ৩০০ উইকেটের বিবেচনায় ভারতের এই পেসার উঠে এসেছেন তিনে। পেছনে ফেলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে।

৩০০ টি-টোয়েন্টি উইকেট পেতে বুমরাহকে গতকাল পর্যন্ত বল করতে হয়েছে ২৩৭ ইনিংসে। ২৪১ ইনিংসে ৩০০ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। এতদিন টাইগার পেসারই ছিলেন তিনে। গতকাল তাকে সরালেন বুমরাহ। সবচেয়ে কম ২০৮ ইনিংসে ৩০০ উইকেট পূর্ণ করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাই।

পেসারদের মধ্যে দ্রুততম ৩০০ উইকেট (টি-টোয়েন্টি ফরম্যাট)
২০৮ ইনিংস – অ্যান্ড্রু টাই
২১৭ ইনিংস – লাসিথ মালিঙ্গা
২৩৭ ইনিংস – জাসপ্রিত বুমরাহ
২৪১ ইনিংস – মুস্তাফিজুর রহমান
২৪৮ ইনিংস – টিম সাউদি

মাইলফলকের ম্যাচটায় জয়ের স্বাদও পেয়েছেন বুমরাহ। সানরাইজার্স হায়দরাবাদকে এদিন তার দল মুম্বাই হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আর এই জয় আইপিএলের পয়েন্ট টেবিলে মুম্বাইকে উঠিয়ে এনেছে তিন নম্বর স্থানে।