১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

পাহাড়ি ঢলে টইটম্বুর সোমেশ্বরী নদী, শঙ্কায় কৃষকেরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 175

ছবি সংগৃহীত

 

ভারতের মেঘালয়ে টানা বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ঢলের আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে মেঘালয় অঞ্চলে বৃষ্টি না থামায় সুনামগঞ্জ উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া দিয়ে প্রবাহিত সোমেশ্বরী নদীতে পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করে।

অল্প সময়ের মধ্যেই শুকনো সোমেশ্বরী নদীর চিত্র পাল্টে যায়। মাত্র কয়েক দিন আগেও যেখানে নদীর বুক ফেঁটে খরার চিহ্ন দেখা যাচ্ছিল, সেখানে পাহাড়ি ঢলের তোড়ে নদী টইটম্বুর হয়ে ওঠে। পানি বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকলে নদীপাড়ের নিচু জমিগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।

বিজ্ঞাপন

সোমেশ্বরী নদীর আশপাশে বহু কৃষিজমি রয়েছে। এই জমিগুলোতে চাষাবাদের ওপর নির্ভরশীল শত শত পরিবার। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে কিছু নিচু এলাকার জমিতে পানি ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে কৃষকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, এমনিতেই এবার খরার কারণে ফসল উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে, তার ওপর পাহাড়ি ঢলে জমি ভেসে গেলে তারা চরম বিপদে পড়বেন।

স্থানীয় কৃষক আব্দুল মালেক জানান, “সকালে নদীটা একেবারে শুকনা ছিল, বিকেলের পর হঠাৎই পাহাড়ি পানি নামতে শুরু করে। এখন দেখছি পানি বাড়ছেই। আমরা খুব চিন্তায় আছি, যদি পানি আরও বাড়ে তাহলে জমিগুলোতে থাকা ফসল নষ্ট হয়ে যাবে।”

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সোমেশ্বরী নদীর পানিপ্রবাহ যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তারা স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সীমান্তের ওপারে বৃষ্টিপাতের ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।

সোমেশ্বরী নদীর হঠাৎ জেগে ওঠা আর পানির তোড়ে কৃষক পরিবারগুলোর দিন কাটছে উদ্বেগে। এখন তাদের চাওয়া, পানি যেন আর না বাড়ে এবং নদীর পাড়ের জমিগুলো যেন রক্ষা পায়।

 

নিউজটি শেয়ার করুন

পাহাড়ি ঢলে টইটম্বুর সোমেশ্বরী নদী, শঙ্কায় কৃষকেরা

আপডেট সময় ০২:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

 

ভারতের মেঘালয়ে টানা বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ঢলের আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে মেঘালয় অঞ্চলে বৃষ্টি না থামায় সুনামগঞ্জ উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া দিয়ে প্রবাহিত সোমেশ্বরী নদীতে পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করে।

অল্প সময়ের মধ্যেই শুকনো সোমেশ্বরী নদীর চিত্র পাল্টে যায়। মাত্র কয়েক দিন আগেও যেখানে নদীর বুক ফেঁটে খরার চিহ্ন দেখা যাচ্ছিল, সেখানে পাহাড়ি ঢলের তোড়ে নদী টইটম্বুর হয়ে ওঠে। পানি বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকলে নদীপাড়ের নিচু জমিগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।

বিজ্ঞাপন

সোমেশ্বরী নদীর আশপাশে বহু কৃষিজমি রয়েছে। এই জমিগুলোতে চাষাবাদের ওপর নির্ভরশীল শত শত পরিবার। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে কিছু নিচু এলাকার জমিতে পানি ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে কৃষকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, এমনিতেই এবার খরার কারণে ফসল উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে, তার ওপর পাহাড়ি ঢলে জমি ভেসে গেলে তারা চরম বিপদে পড়বেন।

স্থানীয় কৃষক আব্দুল মালেক জানান, “সকালে নদীটা একেবারে শুকনা ছিল, বিকেলের পর হঠাৎই পাহাড়ি পানি নামতে শুরু করে। এখন দেখছি পানি বাড়ছেই। আমরা খুব চিন্তায় আছি, যদি পানি আরও বাড়ে তাহলে জমিগুলোতে থাকা ফসল নষ্ট হয়ে যাবে।”

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সোমেশ্বরী নদীর পানিপ্রবাহ যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তারা স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সীমান্তের ওপারে বৃষ্টিপাতের ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।

সোমেশ্বরী নদীর হঠাৎ জেগে ওঠা আর পানির তোড়ে কৃষক পরিবারগুলোর দিন কাটছে উদ্বেগে। এখন তাদের চাওয়া, পানি যেন আর না বাড়ে এবং নদীর পাড়ের জমিগুলো যেন রক্ষা পায়।