১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহতায় বিপন্ন জনস্বাস্থ্য ও প্রাণ-প্রকৃতি, বছরে ১ লাখ সামুদ্রিক প্রাণীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 61

ছবি সংগৃহীত

 

আজ ২২ এপ্রিল, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ধরিত্রী দিবস। ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হচ্ছে এ দিবস।

বর্তমান বিশ্ব এক ভয়াবহ পরিবেশ সংকটে পড়ে গেছে। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, প্লাস্টিক দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় আর অতিরিক্ত কার্বন নির্গমনে প্রকৃতি আজ হুমকির মুখে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তথ্য বলছে, প্রতিবছর এক লাখ সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে প্লাস্টিক দূষণে। গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে সাগরে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে। প্রতিদিন বাংলাদেশের নদী ও খাল হয়ে প্রায় ৭৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য যাচ্ছে সাগরে, যা পরিমাণের দিক দিয়ে বিশ্বে পঞ্চম।

বিজ্ঞাপন

প্লাস্টিক দূষণের সবচেয়ে বিপজ্জনক দিক হলো মাইক্রোপ্লাস্টিক। যা খালি চোখে দেখা যায় না, কিন্তু নিঃশব্দে ঢুকছে খাদ্যচক্রে, পরিবেশে, এমনকি মানুষের শরীরেও। সাগর, নদী, বাতাস, পানি, মাটি, মাছ এমনকি আটায়ও মিলছে এর অস্তিত্ব।

সম্প্রতি ময়মনসিংহের পুরোনো ব্রহ্মপুত্র নদ, হবিগঞ্জের সুতাং নদী, যশোর, ঢাকার বাতাস, এমনকি বাণিজ্যিক আটায়ও মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, ঢাকার প্রতি গ্রাম ধুলায় ১০৬টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে।

২০০২ সালে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে পলিথিন নিষিদ্ধ করে। উপকূলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকেও বিধিনিষেধ রয়েছে। তবে বাস্তবে এখনও এসব ব্যবহার অনেকটাই অব্যাহত। সচেতনতার অভাব এবং আইন প্রয়োগের দুর্বলতা এর অন্যতম কারণ। পরিবেশবাদী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “মানুষকে সচেতন করতে হবে, কারণ অনেকেই জানেন না এই বিপদের গভীরতা।”

১৯৭০ সালের এই দিনে মার্কিন সিনেটর গে লর্ড নেলসনের উদ্যোগে প্রথম ধরিত্রী দিবস পালন করা হয়। এখন ১৯৩টিরও বেশি দেশে দিবসটি পালিত হয় পরিবেশ রক্ষার অঙ্গীকারে।

আমরা যদি এখনই সতর্ক না হই, ধরিত্রী রক্ষা দুরূহ হয়ে পড়বে। ব্যক্তিগত ও সামষ্টিক সচেতনতা, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ, বন রক্ষা ও টেকসই জীবনের অভ্যাস গড়ে তোলার মধ্যেই ধরিত্রী রক্ষার মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহতায় বিপন্ন জনস্বাস্থ্য ও প্রাণ-প্রকৃতি, বছরে ১ লাখ সামুদ্রিক প্রাণীর মৃত্যু

আপডেট সময় ১১:৪০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

 

আজ ২২ এপ্রিল, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ধরিত্রী দিবস। ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হচ্ছে এ দিবস।

বর্তমান বিশ্ব এক ভয়াবহ পরিবেশ সংকটে পড়ে গেছে। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, প্লাস্টিক দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় আর অতিরিক্ত কার্বন নির্গমনে প্রকৃতি আজ হুমকির মুখে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তথ্য বলছে, প্রতিবছর এক লাখ সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে প্লাস্টিক দূষণে। গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে সাগরে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে। প্রতিদিন বাংলাদেশের নদী ও খাল হয়ে প্রায় ৭৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য যাচ্ছে সাগরে, যা পরিমাণের দিক দিয়ে বিশ্বে পঞ্চম।

বিজ্ঞাপন

প্লাস্টিক দূষণের সবচেয়ে বিপজ্জনক দিক হলো মাইক্রোপ্লাস্টিক। যা খালি চোখে দেখা যায় না, কিন্তু নিঃশব্দে ঢুকছে খাদ্যচক্রে, পরিবেশে, এমনকি মানুষের শরীরেও। সাগর, নদী, বাতাস, পানি, মাটি, মাছ এমনকি আটায়ও মিলছে এর অস্তিত্ব।

সম্প্রতি ময়মনসিংহের পুরোনো ব্রহ্মপুত্র নদ, হবিগঞ্জের সুতাং নদী, যশোর, ঢাকার বাতাস, এমনকি বাণিজ্যিক আটায়ও মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, ঢাকার প্রতি গ্রাম ধুলায় ১০৬টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে।

২০০২ সালে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে পলিথিন নিষিদ্ধ করে। উপকূলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকেও বিধিনিষেধ রয়েছে। তবে বাস্তবে এখনও এসব ব্যবহার অনেকটাই অব্যাহত। সচেতনতার অভাব এবং আইন প্রয়োগের দুর্বলতা এর অন্যতম কারণ। পরিবেশবাদী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “মানুষকে সচেতন করতে হবে, কারণ অনেকেই জানেন না এই বিপদের গভীরতা।”

১৯৭০ সালের এই দিনে মার্কিন সিনেটর গে লর্ড নেলসনের উদ্যোগে প্রথম ধরিত্রী দিবস পালন করা হয়। এখন ১৯৩টিরও বেশি দেশে দিবসটি পালিত হয় পরিবেশ রক্ষার অঙ্গীকারে।

আমরা যদি এখনই সতর্ক না হই, ধরিত্রী রক্ষা দুরূহ হয়ে পড়বে। ব্যক্তিগত ও সামষ্টিক সচেতনতা, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ, বন রক্ষা ও টেকসই জীবনের অভ্যাস গড়ে তোলার মধ্যেই ধরিত্রী রক্ষার মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে।