ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

আপাতত নতুন করে আর কোনো প্লট বরাদ্দ দেবে না রাজউক: চেয়ারম্যান রিয়াজুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 101

ছবি সংগৃহীত

 

রাজধানীর উন্নয়ন পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। তিনি জানিয়েছেন, আপাতত নতুন করে আর কোনো প্লট বরাদ্দ দেবে না রাজউক। বরং রাজধানীতে বসবাসরত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে বিদ্যমান জমিতে পরিকল্পিতভাবে বাসস্থান নির্মাণের পরিকল্পনা করছে সংস্থাটি।

সোমবার (২১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘সমস্যার নগরী ঢাকা: সমাধান কোন পথে’ শীর্ষক নগর সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ।

রাজউক চেয়ারম্যান বলেন, অনেকেই তাকে ফোন করে প্লট বরাদ্দ সম্পর্কে জানতে চান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আপাতত কোনো বরাদ্দ নেই। বরং ঢাকার নিম্ন আয়ের মানুষের জন্য টেকসই আবাসনের ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি মন্তব্য করেন, নগরে বস্তির বিস্তার অনেকাংশেই নাগরিক অভ্যাসের ফল। উন্নত বিশ্বে গৃহকর্মীর উপর নির্ভরতা খুবই কম, কিন্তু আমাদের সমাজে এই অভ্যাসের কারণেই নিম্নআয়ের মানুষ শহরমুখী হয়েছে এবং বস্তি গড়ে উঠেছে।

ঢাকার জটিল সমস্যাগুলোর টেকসই সমাধানের জন্য রিয়াজুল ইসলাম ঢাকাকে ‘সিটি গভর্নমেন্ট’ ব্যবস্থার আওতায় আনার প্রস্তাব দেন। তার মতে, পৃথক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে উন্নয়ন কার্যক্রমে স্থায়িত্ব আসে না।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান। তিনি বলেন, ঢাকার সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব রয়েছে। প্রতি বছর নানা পরিকল্পনা হাতে নেয়া হলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বদলেই পরিকল্পনার মৃত্যু ঘটে।

মেহেদী আহসান ঢাকার উন্নয়নে থাইল্যান্ডের উদাহরণ টেনে মহল্লাভিত্তিক পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। তার মতে, এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হলে আগামী পাঁচ বছরে ঢাকার অর্ধেক সমস্যার সমাধান সম্ভব।

সংলাপে আরও বক্তব্য রাখেন রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ, ক্যাপস চেয়ারম্যান ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, স্থপতি সুজাউল ইসলাম খানসহ একাধিক বিশেষজ্ঞ। তারা ঢাকার নাগরিক দুর্ভোগ, অবকাঠামোগত সংকট, যানজট ও পরিবেশ দূষণ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সংলাপ শেষে ‘ঢাকাই’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপাতত নতুন করে আর কোনো প্লট বরাদ্দ দেবে না রাজউক: চেয়ারম্যান রিয়াজুল

আপডেট সময় ০৬:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

 

রাজধানীর উন্নয়ন পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। তিনি জানিয়েছেন, আপাতত নতুন করে আর কোনো প্লট বরাদ্দ দেবে না রাজউক। বরং রাজধানীতে বসবাসরত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে বিদ্যমান জমিতে পরিকল্পিতভাবে বাসস্থান নির্মাণের পরিকল্পনা করছে সংস্থাটি।

সোমবার (২১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘সমস্যার নগরী ঢাকা: সমাধান কোন পথে’ শীর্ষক নগর সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ।

রাজউক চেয়ারম্যান বলেন, অনেকেই তাকে ফোন করে প্লট বরাদ্দ সম্পর্কে জানতে চান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আপাতত কোনো বরাদ্দ নেই। বরং ঢাকার নিম্ন আয়ের মানুষের জন্য টেকসই আবাসনের ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি মন্তব্য করেন, নগরে বস্তির বিস্তার অনেকাংশেই নাগরিক অভ্যাসের ফল। উন্নত বিশ্বে গৃহকর্মীর উপর নির্ভরতা খুবই কম, কিন্তু আমাদের সমাজে এই অভ্যাসের কারণেই নিম্নআয়ের মানুষ শহরমুখী হয়েছে এবং বস্তি গড়ে উঠেছে।

ঢাকার জটিল সমস্যাগুলোর টেকসই সমাধানের জন্য রিয়াজুল ইসলাম ঢাকাকে ‘সিটি গভর্নমেন্ট’ ব্যবস্থার আওতায় আনার প্রস্তাব দেন। তার মতে, পৃথক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে উন্নয়ন কার্যক্রমে স্থায়িত্ব আসে না।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান। তিনি বলেন, ঢাকার সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব রয়েছে। প্রতি বছর নানা পরিকল্পনা হাতে নেয়া হলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বদলেই পরিকল্পনার মৃত্যু ঘটে।

মেহেদী আহসান ঢাকার উন্নয়নে থাইল্যান্ডের উদাহরণ টেনে মহল্লাভিত্তিক পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। তার মতে, এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হলে আগামী পাঁচ বছরে ঢাকার অর্ধেক সমস্যার সমাধান সম্ভব।

সংলাপে আরও বক্তব্য রাখেন রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ, ক্যাপস চেয়ারম্যান ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, স্থপতি সুজাউল ইসলাম খানসহ একাধিক বিশেষজ্ঞ। তারা ঢাকার নাগরিক দুর্ভোগ, অবকাঠামোগত সংকট, যানজট ও পরিবেশ দূষণ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সংলাপ শেষে ‘ঢাকাই’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।