০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:১১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 100

ছবি সংগৃহীত

 

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে সংবর্ধনা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতিতে আপিল বিভাগের অন্যান্য বিচারপতি, সিনিয়র আইনজীবী ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। এজলাস কক্ষ কানায় কানায় পূর্ণ ছিল বিচারপতিদের সম্মান জানাতে আসা উপস্থিতদের ভিড়ে।

সংবর্ধনা অনুষ্ঠানে ঐতিহ্য অনুযায়ী বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তারা উভয় বিচারপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁদের আইন পেশায় নিষ্ঠা, পেশাদারিত্ব ও নৈতিক অবস্থানের প্রশংসা করেন।

বক্তব্যে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব তাদের প্রতি এই সম্মাননা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, বিচার বিভাগের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় তারা সব সময় নিরপেক্ষতা ও ন্যায়ের পথ অনুসরণ করবেন।

এর আগে, গত ২৪ মার্চ সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশক্রমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ২৫ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বে শপথ নেন এই দুই বিচারপতি।

এই নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ায় বিচার বিভাগের কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল। বিচারপ্রার্থীরা আশা করছেন, ন্যায়বিচার নিশ্চিতকরণে নতুন বিচারপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা

আপডেট সময় ০১:০১:১১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

 

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে সংবর্ধনা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতিতে আপিল বিভাগের অন্যান্য বিচারপতি, সিনিয়র আইনজীবী ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। এজলাস কক্ষ কানায় কানায় পূর্ণ ছিল বিচারপতিদের সম্মান জানাতে আসা উপস্থিতদের ভিড়ে।

সংবর্ধনা অনুষ্ঠানে ঐতিহ্য অনুযায়ী বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তারা উভয় বিচারপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁদের আইন পেশায় নিষ্ঠা, পেশাদারিত্ব ও নৈতিক অবস্থানের প্রশংসা করেন।

বক্তব্যে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব তাদের প্রতি এই সম্মাননা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, বিচার বিভাগের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় তারা সব সময় নিরপেক্ষতা ও ন্যায়ের পথ অনুসরণ করবেন।

এর আগে, গত ২৪ মার্চ সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশক্রমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ২৫ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বে শপথ নেন এই দুই বিচারপতি।

এই নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ায় বিচার বিভাগের কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল। বিচারপ্রার্থীরা আশা করছেন, ন্যায়বিচার নিশ্চিতকরণে নতুন বিচারপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।