ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 36

ছবি সংগৃহীত

 

লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে গিয়ে এই সাক্ষাৎ করেন।

ঘটনাটি সামনে আসে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বেগম জিয়ার সাবেক প্রেসসচিব, প্রবীণ সাংবাদিক ও লেখক মারুফ কামাল খানের একটি ফেসবুক পোস্টে। সেখানে তিনি জানান, ইউরোপ সফর শেষে জামায়াতের দুই শীর্ষ নেতা লন্ডন গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং এর কিছুদিন পরই দেশে ফিরে আসেন।

মারুফ কামাল উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে চলা এই সাক্ষাতে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন। বর্তমানে বেগম জিয়া তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

তবে এই আলোচিত সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সাক্ষাৎ হয়তো ভবিষ্যৎ রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে, আবার এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবেও দেখা যেতে পারে। সবকিছু নির্ভর করছে আগামী দিনগুলোর গতিপ্রকৃতির ওপর।

এর আগেও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা যায়। মারুফ কামাল তার পোস্টে আরও উল্লেখ করেন, উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সস্ত্রীক খালেদা জিয়ার ঢাকার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাৎ সম্পর্কেও তেমন কিছু প্রকাশ্যে আসেনি।

রাজনীতির আড়ালে এই ধরনের সাক্ষাৎ ও নীরব আলোচনা কি শুধুই ব্যক্তিগত সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশলগত অঙ্ক তা জানতে হলে অপেক্ষা করতে হবে রাজনীতির পরবর্তী ধাপের জন্য। তবে এমন সময়ে জামায়াত ও বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসরি সাক্ষাৎ রাজনৈতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছে, যা নতুন কোনো সমীকরণের ইঙ্গিত হিসেবেও ধরা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ  

আপডেট সময় ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

 

লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে গিয়ে এই সাক্ষাৎ করেন।

ঘটনাটি সামনে আসে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বেগম জিয়ার সাবেক প্রেসসচিব, প্রবীণ সাংবাদিক ও লেখক মারুফ কামাল খানের একটি ফেসবুক পোস্টে। সেখানে তিনি জানান, ইউরোপ সফর শেষে জামায়াতের দুই শীর্ষ নেতা লন্ডন গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং এর কিছুদিন পরই দেশে ফিরে আসেন।

মারুফ কামাল উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে চলা এই সাক্ষাতে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন। বর্তমানে বেগম জিয়া তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

তবে এই আলোচিত সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সাক্ষাৎ হয়তো ভবিষ্যৎ রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে, আবার এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবেও দেখা যেতে পারে। সবকিছু নির্ভর করছে আগামী দিনগুলোর গতিপ্রকৃতির ওপর।

এর আগেও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা যায়। মারুফ কামাল তার পোস্টে আরও উল্লেখ করেন, উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সস্ত্রীক খালেদা জিয়ার ঢাকার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাৎ সম্পর্কেও তেমন কিছু প্রকাশ্যে আসেনি।

রাজনীতির আড়ালে এই ধরনের সাক্ষাৎ ও নীরব আলোচনা কি শুধুই ব্যক্তিগত সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশলগত অঙ্ক তা জানতে হলে অপেক্ষা করতে হবে রাজনীতির পরবর্তী ধাপের জন্য। তবে এমন সময়ে জামায়াত ও বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসরি সাক্ষাৎ রাজনৈতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছে, যা নতুন কোনো সমীকরণের ইঙ্গিত হিসেবেও ধরা হতে পারে।