০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

নীহা: ‘রোম্যান্সে স্বাচ্ছন্দ্য, নতুন গল্পের অপেক্ষায়'”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 127

ছবি সংগৃহীত

 

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহা অল্প সময়ের মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত নাটক ‘মন দুয়ারি’, যেখানে তিনি প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গে জুটি বাঁধেন। রোম্যান্টিক ঘরানার এই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এরপর থেকেই দর্শকের আগ্রহ বাড়তে থাকে এ জুটির নতুন নাটক দেখার জন্য। সে ধারাবাহিকতায় নির্মাতা জাকারিয়া সৌখিন ফের তাঁদের নিয়ে নির্মাণ করেন নাটক ‘মেঘ বালিকা’, যা গত ঈদে মুক্তি পায়। নাটকটি মুক্তির পর নীহা জানান, তিনি আরও বেশি সাড়া পাচ্ছেন।

বিজ্ঞাপন

নীহা বলেন, “আমার মনে হয়, দর্শক আমাকে রোম্যান্টিক কাজে পছন্দ করেন। পরিচালকেরা আমাকে রোম্যান্টিক কাজে চান, এবং আমি নিজেও এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিজ্ঞতা আরও বাড়ানোর পর আমি ভিন্ন ধরনের গল্পে কাজ করতে চাই।”
এদিকে, নীহা জানান, খুব শিগগিরই তার অভিনীত আরও দুটি নাটক মুক্তি পাবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

নীহা: ‘রোম্যান্সে স্বাচ্ছন্দ্য, নতুন গল্পের অপেক্ষায়'”

আপডেট সময় ১২:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

 

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহা অল্প সময়ের মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত নাটক ‘মন দুয়ারি’, যেখানে তিনি প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গে জুটি বাঁধেন। রোম্যান্টিক ঘরানার এই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এরপর থেকেই দর্শকের আগ্রহ বাড়তে থাকে এ জুটির নতুন নাটক দেখার জন্য। সে ধারাবাহিকতায় নির্মাতা জাকারিয়া সৌখিন ফের তাঁদের নিয়ে নির্মাণ করেন নাটক ‘মেঘ বালিকা’, যা গত ঈদে মুক্তি পায়। নাটকটি মুক্তির পর নীহা জানান, তিনি আরও বেশি সাড়া পাচ্ছেন।

বিজ্ঞাপন

নীহা বলেন, “আমার মনে হয়, দর্শক আমাকে রোম্যান্টিক কাজে পছন্দ করেন। পরিচালকেরা আমাকে রোম্যান্টিক কাজে চান, এবং আমি নিজেও এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিজ্ঞতা আরও বাড়ানোর পর আমি ভিন্ন ধরনের গল্পে কাজ করতে চাই।”
এদিকে, নীহা জানান, খুব শিগগিরই তার অভিনীত আরও দুটি নাটক মুক্তি পাবে।