ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫৪তম শাহাদাত বার্ষিকী ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া গুগল এখন অস্ত্র ও নজরদারির জন্য এআই তৈরি করছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত, ৪ জন আহত — সন্দেহভাজন আটক ইসরায়েল সীমান্তের কাছে হিজবুল্লাহকে হটাতে কাজ করছে লেবানন সেনাবাহিনী সিরিয়ার স্বৈরশাসকের মূল্যবান সম্পদ পাচারে গোপন বিমান মিশন

আজ থেকে সারাদেশে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ৫১৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষা, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আজ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় এক লাখ। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

এ বছর সারাদেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হবে। কেউ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না।

গুজব বা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা প্রতিহত করতে অভিভাবক, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছে শিক্ষা বোর্ড। প্রশ্নফাঁস বা নকলের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা হলে, তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসি পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে গতকাল গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

সকলের সহযোগিতায় এই বছরের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আজ থেকে সারাদেশে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

আপডেট সময় ১০:৩৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

 

আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষা, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আজ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় এক লাখ। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

এ বছর সারাদেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হবে। কেউ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না।

গুজব বা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা প্রতিহত করতে অভিভাবক, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছে শিক্ষা বোর্ড। প্রশ্নফাঁস বা নকলের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা হলে, তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসি পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে গতকাল গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

সকলের সহযোগিতায় এই বছরের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।