মিমের নতুন লুক: সামাজিক মাধ্যমে ঝড় তুলছে ছবি

- আপডেট সময় ১০:৩৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৫১৮ বার পড়া হয়েছে
পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর থেকে তিনি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন মিম। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি, তার ফেসবুক পেইজে কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় থাইল্যান্ডের সাদা মন্দিরে ফটোশুট করছেন।
ছবি শেয়ার করে মিম ক্যাপশনে লিখেছেন, “সাদা মন্দির,” সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি। অফ শোল্ডার বেল স্লিভ ড্রেসে তিনি নজরকাড়া লুকে হাসিখুশি অবস্থায় ধরা দিয়েছেন।
কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বইছে। একজন লিখেছেন, “আপনাকে অনেক সুন্দর লাগছে, অসাধারণ জায়গা এবং মনোরম পরিবেশ।” আরেকজন মন্তব্য করেছেন, “সব সময় আপনাকে অনেক ভালো লাগে।”