ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তি গোপনের অভিযোগ, দুদকের তদন্তে নতুন মোড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 21

ছবি সংগৃহীত

 

 

যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে অবস্থিত একটি ছয় লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটের মালিকানা গোপনের অভিযোগ উঠেছে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক অনুসন্ধান প্রতিবেদনে দাবি করেছে, এই ফ্ল্যাটটি এখনও টিউলিপ সিদ্দিকের নামে রয়েছে, যদিও তিনি ব্রিটিশ পার্লামেন্টে একে বোন আজমিনার নামে বলে উল্লেখ করেছেন।

খবরে বলা হয়, ঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে দেখা গেছে, ফ্ল্যাটটির প্রকৃত মালিক এখনো টিউলিপ নিজেই। যদিও টিউলিপ দাবি করছেন, ২০০২ সালে তার বাবা-মা তাকে ফ্ল্যাটটি উপহার দেন এবং ২০১৫ সালে এমপি নির্বাচিত হওয়ার পর তা আইনগতভাবে তার ছোট বোন আজমিনার নামে হস্তান্তর করেন।

তবে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। তারা জানায়, হস্তান্তরের জন্য ব্যবহার করা ‘হেবা দলিল’টি ছিল জাল, এবং এতে যে ব্যারিস্টারের স্বাক্ষর রয়েছে বলে দাবি করা হয়, তিনি তা অস্বীকার করেছেন। এমনকি স্বাক্ষর জাল করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

ফ্ল্যাটটির মালিকানা এখন বাংলাদেশের আদালতের সিদ্ধান্তের অপেক্ষায়। এদিকে, ফ্ল্যাটটি বাংলাদেশ সরকার ইতিমধ্যে জব্দ করেছে এবং তদন্তও চলছে।

টিউলিপের আইনজীবী পল থোয়েট জানান, একটি হেবা দলিল সম্পূর্ণ বৈধ পদ্ধতিতে তৈরি হয়েছে এবং ফ্ল্যাটটি মূলত তার পরিবারেরই যৌথ সম্পত্তি ছিল। ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ সবসময় আজমিনা পেতেন বলেও তিনি দাবি করেন।

তবে বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশি আইনে যেকোনো সম্পত্তি হস্তান্তরের জন্য সাব-রেজিস্ট্রি অফিসে আনুষ্ঠানিক নথিভুক্তি বাধ্যতামূলক। নথিভুক্তি ছাড়া হেবা দলিল দিয়ে মালিকানা হস্তান্তরের দাবি টিকবে না।

এই ঘটনার ফলে শুধু যুক্তরাজ্যের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও টিউলিপ সিদ্দিকের ওপর নজরদারি বেড়েছে। এখন দেখার বিষয়, আদালত ও দুদকের অনুসন্ধান কোথায় গিয়ে দাঁড়ায়।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তি গোপনের অভিযোগ, দুদকের তদন্তে নতুন মোড়

আপডেট সময় ০১:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

 

যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে অবস্থিত একটি ছয় লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটের মালিকানা গোপনের অভিযোগ উঠেছে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক অনুসন্ধান প্রতিবেদনে দাবি করেছে, এই ফ্ল্যাটটি এখনও টিউলিপ সিদ্দিকের নামে রয়েছে, যদিও তিনি ব্রিটিশ পার্লামেন্টে একে বোন আজমিনার নামে বলে উল্লেখ করেছেন।

খবরে বলা হয়, ঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে দেখা গেছে, ফ্ল্যাটটির প্রকৃত মালিক এখনো টিউলিপ নিজেই। যদিও টিউলিপ দাবি করছেন, ২০০২ সালে তার বাবা-মা তাকে ফ্ল্যাটটি উপহার দেন এবং ২০১৫ সালে এমপি নির্বাচিত হওয়ার পর তা আইনগতভাবে তার ছোট বোন আজমিনার নামে হস্তান্তর করেন।

তবে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। তারা জানায়, হস্তান্তরের জন্য ব্যবহার করা ‘হেবা দলিল’টি ছিল জাল, এবং এতে যে ব্যারিস্টারের স্বাক্ষর রয়েছে বলে দাবি করা হয়, তিনি তা অস্বীকার করেছেন। এমনকি স্বাক্ষর জাল করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

ফ্ল্যাটটির মালিকানা এখন বাংলাদেশের আদালতের সিদ্ধান্তের অপেক্ষায়। এদিকে, ফ্ল্যাটটি বাংলাদেশ সরকার ইতিমধ্যে জব্দ করেছে এবং তদন্তও চলছে।

টিউলিপের আইনজীবী পল থোয়েট জানান, একটি হেবা দলিল সম্পূর্ণ বৈধ পদ্ধতিতে তৈরি হয়েছে এবং ফ্ল্যাটটি মূলত তার পরিবারেরই যৌথ সম্পত্তি ছিল। ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ সবসময় আজমিনা পেতেন বলেও তিনি দাবি করেন।

তবে বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশি আইনে যেকোনো সম্পত্তি হস্তান্তরের জন্য সাব-রেজিস্ট্রি অফিসে আনুষ্ঠানিক নথিভুক্তি বাধ্যতামূলক। নথিভুক্তি ছাড়া হেবা দলিল দিয়ে মালিকানা হস্তান্তরের দাবি টিকবে না।

এই ঘটনার ফলে শুধু যুক্তরাজ্যের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও টিউলিপ সিদ্দিকের ওপর নজরদারি বেড়েছে। এখন দেখার বিষয়, আদালত ও দুদকের অনুসন্ধান কোথায় গিয়ে দাঁড়ায়।