ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

- আপডেট সময় ০৫:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 5
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে অংশ নেয় বিজিবি-৬০ ব্যাটালিয়নের একটি দল। অভিযান পরিচালনা করেন ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী কয়েকটি স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, বিদেশি সিগারেট, জিরা এবং বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৭২ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
লে. কর্নেল জিয়াউর রহমান জানান, এসব পণ্য কৌশলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনার চেষ্টা চলছিল। তবে সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়ায় তা আটক করা সম্ভব হয়েছে। চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।
জব্দ করা সব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় আখাউড়া কাস্টমসে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দেশীয় অর্থনীতিকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সবসময় সজাগ রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান আরও জোরদার করা হবে।