ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগরিকার হ্যাটট্রিক: শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ বিএনপির দুই পক্ষে সংঘর্ষ: পাবনায় ১০ নেতাকর্মীর বহিষ্কার কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিটের অভিযান চারদিন সাগরে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার: এখনও নিখোঁজ ৩ বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি ছবি: ‘ন ডরাই’ এর বিনিময়ে ফয়জুল করীম: ‘দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে ইউরোপীয় ইউনিয়ন হাসপাতাল নিতে বলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: আতঙ্কজনক ঘটনা ডেঙ্গু আতঙ্ক: মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭

বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

আজ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, ‘বিশ্বাসীদের কবি’ হিসেবে খ্যাত আল মাহমুদের ৯০তম জন্মদিন।
তিনি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মীর আবদুর রব, মাতার নাম রওশন আরা মীর।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন স্ত্রী সৈয়দা নাদিরা বেগম-এর স্বামী এবং পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক।

আল মাহমুদ ছিলেন এমন একজন কবি, যিনি “আমাদের মিছিল”-এর মতো অসংখ্য কালজয়ী কবিতার মাধ্যমে সাহিত্যে ইসলামি ভাবধারার এক অনন্য উচ্চতা ছুঁয়েছিলেন।
তার কবিতায় যেমন ছিল আত্মার আহ্বান, তেমনি ছিল ঐতিহাসিক চেতনা ও আধ্যাত্মিক অনুসন্ধান।

“আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে…
…আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মূতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত।
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু।”

এই অনন্য কবিতার মতোই তিনি ছিলেন চিন্তার অগ্রদূত।

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি, কোটি ভক্তকে কাঁদিয়ে কবি আল মাহমুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহান স্রষ্টার ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে পাড়ি জমান।

আজ তাঁর জন্মদিনে বাংলা সাহিত্য এবং কবিতাপ্রেমী মানুষের শ্রদ্ধায় নত মস্তক হয়ে স্মরণ করছে এই কিংবদন্তি কবিকে।
📚 আল মাহমুদ স্মরণে,
শব্দেরা আজও কাঁদে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

আপডেট সময় ০৪:১৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

 

আজ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, ‘বিশ্বাসীদের কবি’ হিসেবে খ্যাত আল মাহমুদের ৯০তম জন্মদিন।
তিনি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মীর আবদুর রব, মাতার নাম রওশন আরা মীর।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন স্ত্রী সৈয়দা নাদিরা বেগম-এর স্বামী এবং পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক।

আল মাহমুদ ছিলেন এমন একজন কবি, যিনি “আমাদের মিছিল”-এর মতো অসংখ্য কালজয়ী কবিতার মাধ্যমে সাহিত্যে ইসলামি ভাবধারার এক অনন্য উচ্চতা ছুঁয়েছিলেন।
তার কবিতায় যেমন ছিল আত্মার আহ্বান, তেমনি ছিল ঐতিহাসিক চেতনা ও আধ্যাত্মিক অনুসন্ধান।

“আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে…
…আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মূতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত।
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু।”

এই অনন্য কবিতার মতোই তিনি ছিলেন চিন্তার অগ্রদূত।

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি, কোটি ভক্তকে কাঁদিয়ে কবি আল মাহমুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহান স্রষ্টার ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে পাড়ি জমান।

আজ তাঁর জন্মদিনে বাংলা সাহিত্য এবং কবিতাপ্রেমী মানুষের শ্রদ্ধায় নত মস্তক হয়ে স্মরণ করছে এই কিংবদন্তি কবিকে।
📚 আল মাহমুদ স্মরণে,
শব্দেরা আজও কাঁদে।