ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান, পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 66

ছবি সংগৃহীত

 

সরকারি সফরে চারদিনের জন্য রাশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরের অংশ হিসেবে তিনি রাশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আলোচনায় উঠে আসবে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য দিকগুলো।

জানা গেছে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও আধুনিক সমরাস্ত্র নির্মাণ কারখানা ঘুরে দেখবেন। এসব পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দিক খুঁজে দেখা হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ইউরোপের আরেক দেশ ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানেও তাঁর সফরসূচিতে রয়েছে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং রক্ষাণবেক্ষণ বিষয়ক কয়েকটি স্থাপনা পরিদর্শন। ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতেও গুরুত্বারোপ করা হবে।

বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এ ধরনের উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ গঠনের পথ খুলে দেয় এই আলোচনাগুলো।

সফর শেষে আগামী ১২ এপ্রিল জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান, পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া

আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

সরকারি সফরে চারদিনের জন্য রাশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরের অংশ হিসেবে তিনি রাশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আলোচনায় উঠে আসবে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য দিকগুলো।

জানা গেছে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও আধুনিক সমরাস্ত্র নির্মাণ কারখানা ঘুরে দেখবেন। এসব পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দিক খুঁজে দেখা হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ইউরোপের আরেক দেশ ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানেও তাঁর সফরসূচিতে রয়েছে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং রক্ষাণবেক্ষণ বিষয়ক কয়েকটি স্থাপনা পরিদর্শন। ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতেও গুরুত্বারোপ করা হবে।

বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এ ধরনের উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ গঠনের পথ খুলে দেয় এই আলোচনাগুলো।

সফর শেষে আগামী ১২ এপ্রিল জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।