০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান, পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 98

ছবি সংগৃহীত

 

সরকারি সফরে চারদিনের জন্য রাশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরের অংশ হিসেবে তিনি রাশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আলোচনায় উঠে আসবে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য দিকগুলো।

জানা গেছে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও আধুনিক সমরাস্ত্র নির্মাণ কারখানা ঘুরে দেখবেন। এসব পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দিক খুঁজে দেখা হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ইউরোপের আরেক দেশ ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানেও তাঁর সফরসূচিতে রয়েছে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং রক্ষাণবেক্ষণ বিষয়ক কয়েকটি স্থাপনা পরিদর্শন। ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতেও গুরুত্বারোপ করা হবে।

বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এ ধরনের উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ গঠনের পথ খুলে দেয় এই আলোচনাগুলো।

সফর শেষে আগামী ১২ এপ্রিল জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান, পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া

আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

সরকারি সফরে চারদিনের জন্য রাশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরের অংশ হিসেবে তিনি রাশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আলোচনায় উঠে আসবে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য দিকগুলো।

জানা গেছে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও আধুনিক সমরাস্ত্র নির্মাণ কারখানা ঘুরে দেখবেন। এসব পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দিক খুঁজে দেখা হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ইউরোপের আরেক দেশ ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানেও তাঁর সফরসূচিতে রয়েছে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং রক্ষাণবেক্ষণ বিষয়ক কয়েকটি স্থাপনা পরিদর্শন। ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতেও গুরুত্বারোপ করা হবে।

বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এ ধরনের উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ গঠনের পথ খুলে দেয় এই আলোচনাগুলো।

সফর শেষে আগামী ১২ এপ্রিল জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।