ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১৮ জুলাই পালিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস: প্রেসসচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 46

ছবি সংগৃহীত

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মান জানাতে ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রেসসচিব উল্লেখ করেন, সরকার আগামীকাল (১ জুলাই) একটি স্মরণীয় ক্যালেন্ডার প্রকাশ করবে, যেখানে নানা গুরুত্বপূর্ণ দিন স্থান পাবে। এর মধ্যেই ১৮ জুলাই দিনটি পুরোপুরি উৎসর্গ করা হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তাদের সাহসী প্রচেষ্টাকে।

তিনি বলেন, ‘‘অনেক গুরুত্বপূর্ণ দিনের মধ্যে ১৮ জুলাই শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান এবং তাদের সংগ্রামকে স্মরণ করার জন্য নির্ধারিত হয়েছে।’’

প্রেসসচিব আরও জানিয়েছেন, মঙ্গলবার সরকারিভাবে অফিশিয়াল ক্যালেন্ডার প্রকাশ করা হবে, যেখানে এই ঘোষণা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরও একটি পোস্টে শফিকুল আলম বলেন, ‘‘বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি সেটিকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। এই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে মূলত আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে।’’

তিনি মন্তব্য করেন, ‘‘গত ১৫ বছরে এই গ্রুপের জন্য ন্যূনতম নাগরিক স্বাধীনতাও রাখা হয়নি, তাই তারা আজ ক্ষতিগ্রস্ত এবং নিজেদের অধিকার রক্ষার জন্য সংগঠিত হচ্ছে।’’

প্রেসসচিবের এমন বক্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ এর মধ্যেই ১৮ জুলাইকে তাদের লড়াই ও সচেতনতার প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে।

প্রসঙ্গত, সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীদের ক্ষোভ এবং দাবির প্রেক্ষাপটে একাধিক আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা শিক্ষা-সংশ্লিষ্ট নানান সুবিধা ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে আওয়াজ তুলেছিল।

তাদের এই ধারাবাহিক আন্দোলন ও অবস্থানকেই সম্মান জানিয়ে সরকারিভাবে ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হলো।

বিস্তারিত ঘোষণার জন্য আগামীকাল সরকারিভাবে প্রকাশিত ক্যালেন্ডারের দিকে চোখ রাখার আহ্বান জানিয়েছেন প্রেসসচিব।

নিউজটি শেয়ার করুন

১৮ জুলাই পালিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস: প্রেসসচিব

আপডেট সময় ০১:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মান জানাতে ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রেসসচিব উল্লেখ করেন, সরকার আগামীকাল (১ জুলাই) একটি স্মরণীয় ক্যালেন্ডার প্রকাশ করবে, যেখানে নানা গুরুত্বপূর্ণ দিন স্থান পাবে। এর মধ্যেই ১৮ জুলাই দিনটি পুরোপুরি উৎসর্গ করা হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তাদের সাহসী প্রচেষ্টাকে।

তিনি বলেন, ‘‘অনেক গুরুত্বপূর্ণ দিনের মধ্যে ১৮ জুলাই শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান এবং তাদের সংগ্রামকে স্মরণ করার জন্য নির্ধারিত হয়েছে।’’

প্রেসসচিব আরও জানিয়েছেন, মঙ্গলবার সরকারিভাবে অফিশিয়াল ক্যালেন্ডার প্রকাশ করা হবে, যেখানে এই ঘোষণা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরও একটি পোস্টে শফিকুল আলম বলেন, ‘‘বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি সেটিকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। এই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে মূলত আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে।’’

তিনি মন্তব্য করেন, ‘‘গত ১৫ বছরে এই গ্রুপের জন্য ন্যূনতম নাগরিক স্বাধীনতাও রাখা হয়নি, তাই তারা আজ ক্ষতিগ্রস্ত এবং নিজেদের অধিকার রক্ষার জন্য সংগঠিত হচ্ছে।’’

প্রেসসচিবের এমন বক্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ এর মধ্যেই ১৮ জুলাইকে তাদের লড়াই ও সচেতনতার প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে।

প্রসঙ্গত, সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীদের ক্ষোভ এবং দাবির প্রেক্ষাপটে একাধিক আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা শিক্ষা-সংশ্লিষ্ট নানান সুবিধা ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে আওয়াজ তুলেছিল।

তাদের এই ধারাবাহিক আন্দোলন ও অবস্থানকেই সম্মান জানিয়ে সরকারিভাবে ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হলো।

বিস্তারিত ঘোষণার জন্য আগামীকাল সরকারিভাবে প্রকাশিত ক্যালেন্ডারের দিকে চোখ রাখার আহ্বান জানিয়েছেন প্রেসসচিব।