শিল্পী মুস্তাফা জাহিদ, আয়োজন হলো না—ঢাকায় সংগীতভক্তদের হতাশা
- আপডেট সময় ১০:৩৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / 125
সদ্যই ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কথা ছিল, ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি। কিন্তু শেষে এসে ঢাকার মঞ্চ আর মাতানো হলো না এই শিল্পীর। কারণ, কনসার্ট স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
ঢাকা শহরের প্রাণকেন্দ্রে জমজমাট এক কনসার্ট হওয়ার কথা ছিল। ব্যতিক্রমী এই আয়োজনে পারফর্ম করতে এসেছিলেন একজন খ্যাতনামা পাকিস্তানি সংগীতশিল্পী, যিনি দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের কাছে এক পরিচিত ও জনপ্রিয় মুখ। প্রস্তুতি ছিল চূড়ান্ত, টিকিট বিক্রিও প্রায় শেষ পর্যায়ে, মঞ্চও প্রস্তুত — শুধু প্রয়োজন ছিল একটি জমজমাট পরিবেশনা।
কনসার্ট শুরু হওয়ার তখনও ঘণ্টা খানিক সময় বাকি। ‘রিস্তা পুরানা’ খ্যাত সেই গায়ক মুস্তাফা জাহিদকে শোনার অপেক্ষায় শ্রোতারা। এমন সময় আয়োজক প্রতিষ্ঠান ফেসবুকে জানিয়ে দেয়, কনসার্টটি স্থগিত করা হয়েছে। কারণ দশানো হয়েছে- নিরাপত্তাজনিত সমস্যাকে।
পরে জানা যায়, এ ঘোষণা দেওয়ার সঙ্গেই আর খোঁজ মেলেনি তাদের। অর্থাৎ, শ্রোতাদের একাংশ আয়োজকদের আর নাগালের মাঝে আনতে পারেনি। হটলাইনে কল দিয়েও পাওয়া যায়নি সাড়া- এমনই অভিযোগ।
























