ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে দাফন করা হলো ছোট্ট রাইসাকে স্বাধীন জুম্মল্যান্ডের স্বপ্নে পাহাড়ে গড়ে উঠেছে অস্ত্রাগার নির্বাচন নিয়ে শঙ্কা পিআর, ১৮টি পক্ষে, বিপক্ষে ২৮টি রাজনৈতিক দল চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর ঘুরে দাড়িয়েছে দেশের পোশাক শিল্প, যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২১ ও ইউরোপে ১৭ শতাংশ মারা গেলেন রেসলিং সুপারস্টার হাল্ক হোগান, শোকের ছায়া বিশ্বজুড়ে শর্তহীন অস্ত্রবিরতির প্রস্তাব কম্বোডিয়ার কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 20

ছবি: সংগৃহীত

নজরুলসংগীতের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌস আরা পাচ্ছেন আজীবন সম্মাননা। আগামী ১৯ মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে। চ্যানেল আই কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে নজরুলসংগীতে অসামান্য অবদান রাখা ফেরদৌস আরা এ সম্মাননা প্রসঙ্গে বলেন, “এই স্বীকৃতি আমার আগামী দিনের কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে। শুধু সংগীত নিয়ে আমাদের দেশে সেভাবে কোনো আয়োজন দেখা যায় না। তবে চ্যানেল আই দীর্ঘ দুই দশক ধরে নিয়মিতভাবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্র সংগীতসহ নানা ধারার সংগীতের শিল্পীদের স্বীকৃতি দিয়ে যাচ্ছে এটি নিঃসন্দেহে সংগীতাঙ্গনের জন্য গর্বের।”

তিনি আরও বলেন, “চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রতিবারই সংগীতের বিভিন্ন শাখার গুণীজনদের সম্মানিত করে থাকে। এর মাধ্যমে নতুন ও প্রবীণ শিল্পীদের মাঝে একধরনের উদ্দীপনা তৈরি হয়। যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোতে হয়, সেখানে এ ধরনের পুরস্কার শিল্পী ও সংস্কৃতিচর্চাকে বাঁচিয়ে রাখে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”

শিল্পী ফেরদৌস আরা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নজরুলসংগীতকে সাধনার জায়গায় নিয়ে গেছেন। কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও তিনি নজরুলসংগীতের প্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর কণ্ঠে নজরুলের গান পেয়েছে এক অনন্য আবেদন।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস দেশের সংগীতাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই আয়োজনে দেশের খ্যাতনামা ও উদীয়মান শিল্পীদের সম্মাননা জানানো হয়। এবার সেই তালিকায় আজীবন সম্মাননায় যুক্ত হচ্ছেন ফেরদৌস আরার নাম, যা সংগীতাঙ্গনে আরও এক গৌরবময় অধ্যায় যুক্ত করল।

ফেরদৌস আরা মনে করেন, এ সম্মাননা তাঁর কাজের গতি আরও বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নজরুলসংগীতকে আরও প্রাণবন্ত করে তুলে ধরার প্রেরণা জোগাবে।

নিউজটি শেয়ার করুন

আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা

আপডেট সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

নজরুলসংগীতের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌস আরা পাচ্ছেন আজীবন সম্মাননা। আগামী ১৯ মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে। চ্যানেল আই কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে নজরুলসংগীতে অসামান্য অবদান রাখা ফেরদৌস আরা এ সম্মাননা প্রসঙ্গে বলেন, “এই স্বীকৃতি আমার আগামী দিনের কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে। শুধু সংগীত নিয়ে আমাদের দেশে সেভাবে কোনো আয়োজন দেখা যায় না। তবে চ্যানেল আই দীর্ঘ দুই দশক ধরে নিয়মিতভাবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্র সংগীতসহ নানা ধারার সংগীতের শিল্পীদের স্বীকৃতি দিয়ে যাচ্ছে এটি নিঃসন্দেহে সংগীতাঙ্গনের জন্য গর্বের।”

তিনি আরও বলেন, “চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রতিবারই সংগীতের বিভিন্ন শাখার গুণীজনদের সম্মানিত করে থাকে। এর মাধ্যমে নতুন ও প্রবীণ শিল্পীদের মাঝে একধরনের উদ্দীপনা তৈরি হয়। যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোতে হয়, সেখানে এ ধরনের পুরস্কার শিল্পী ও সংস্কৃতিচর্চাকে বাঁচিয়ে রাখে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”

শিল্পী ফেরদৌস আরা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নজরুলসংগীতকে সাধনার জায়গায় নিয়ে গেছেন। কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও তিনি নজরুলসংগীতের প্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর কণ্ঠে নজরুলের গান পেয়েছে এক অনন্য আবেদন।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস দেশের সংগীতাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই আয়োজনে দেশের খ্যাতনামা ও উদীয়মান শিল্পীদের সম্মাননা জানানো হয়। এবার সেই তালিকায় আজীবন সম্মাননায় যুক্ত হচ্ছেন ফেরদৌস আরার নাম, যা সংগীতাঙ্গনে আরও এক গৌরবময় অধ্যায় যুক্ত করল।

ফেরদৌস আরা মনে করেন, এ সম্মাননা তাঁর কাজের গতি আরও বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নজরুলসংগীতকে আরও প্রাণবন্ত করে তুলে ধরার প্রেরণা জোগাবে।