ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দীর আতঙ্ক ‘নর’ইস্টার’ ঝড় নিয়ে প্রকাশিত হলো চাঞ্চল্যকর সব সত্য ভালুকায় গৃহবধূ ও দুই সন্তান হত্যা: প্রধান আসামি দেবর নজরুল গ্রেপ্তার উদ্ভিদের গোপন শব্দে সাড়া দেয় পতঙ্গ ও প্রাণীরা: গবেষণায় উদ্ভিদের ভাষার রহস্য উদঘাটন বাংলাদেশের জাহাজ ও বন্দর খাতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান: নৌ উপদেষ্টা শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা, সন্তানদের সম্পদ বিবরণীর নোটিশ সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে: আলী রীয়াজ অপরাধী যেন কেউ ছাড়া না পায়, কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই নির্বাচন দিন: কুড়িগ্রামে রিজভী মাদরাসা আমাদের ঐতিহ্যের ধারক, এটিকে টিকিয়ে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনূস কখনো ‘জাতীয় সংস্কারক’ উপাধির স্বীকৃতি চান নি: প্রেস উইং

যশোর-চুয়াডাঙ্গা রুটে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 7

ছবি: সংগৃহীত

 

যশোর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে টানা তিন দিন ধরে। বাস মালিক সমিতিগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সৃষ্টি হওয়া এ অচলাবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প পরিবহনে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন তারা।

সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই বিকেলে যশোর মালিক সমিতির পরিচালিত কামাল ট্রাভেলসের একটি বাস ঝিনাইদহের কালীগঞ্জে আটকে দেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে।

পরবর্তীতে ১৪ জুলাই রবিবার সকাল থেকেই কালীগঞ্জ মোটর মালিক সমিতি আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বন্ধ করে দেওয়া হয় চুয়াডাঙ্গা থেকে যশোরগামী সব বাস চলাচল। পাশাপাশি, কালীগঞ্জ মোটর মালিক সমিতির অধীন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারী রুপসা পরিবহনের কয়েকটি বাসও সড়কে থেমে থাকে।

১৫ জুলাই মঙ্গলবার দুপুরে সরেজমিনে কালীগঞ্জ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যশোর-চুয়াডাঙ্গা রুটের সব বাস বন্ধ রয়েছে। রুপসা পরিবহনের বাসগুলো স্ট্যান্ডে অলস দাঁড়িয়ে আছে। এতে যাত্রীরা বাধ্য হয়ে লেগুনা ও অন্যান্য ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন।

কোটচাঁদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল ইসলাম বলেন, “আমি প্রায় দেড় ঘণ্টা ধরে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাস পাচ্ছি না। শেষমেশ বাধ্য হয়ে লেগুনায় করে রওনা দিয়েছি।”

বাস বন্ধের কারণ জানতে চাইলে কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, “যশোর বাস মালিক সমিতি আমাদের সম্মতি না নিয়েই রুটে বাস চালাচ্ছে, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। নিয়ম অনুযায়ী, দুই পক্ষের সম্মতিতে বাস চলবে। যশোর সমিতির একক সিদ্ধান্তই এই অচলাবস্থার কারণ।”

অন্যদিকে, যশোর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, “যাত্রীদের ভোগান্তির বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

বাস চলাচল বন্ধ থাকায় চুয়াডাঙ্গা, যশোর, কালীগঞ্জসহ আশপাশ এলাকার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান এবং বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

যশোর-চুয়াডাঙ্গা রুটে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

আপডেট সময় ০৫:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

 

যশোর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে টানা তিন দিন ধরে। বাস মালিক সমিতিগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সৃষ্টি হওয়া এ অচলাবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প পরিবহনে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন তারা।

সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই বিকেলে যশোর মালিক সমিতির পরিচালিত কামাল ট্রাভেলসের একটি বাস ঝিনাইদহের কালীগঞ্জে আটকে দেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে।

পরবর্তীতে ১৪ জুলাই রবিবার সকাল থেকেই কালীগঞ্জ মোটর মালিক সমিতি আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বন্ধ করে দেওয়া হয় চুয়াডাঙ্গা থেকে যশোরগামী সব বাস চলাচল। পাশাপাশি, কালীগঞ্জ মোটর মালিক সমিতির অধীন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারী রুপসা পরিবহনের কয়েকটি বাসও সড়কে থেমে থাকে।

১৫ জুলাই মঙ্গলবার দুপুরে সরেজমিনে কালীগঞ্জ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যশোর-চুয়াডাঙ্গা রুটের সব বাস বন্ধ রয়েছে। রুপসা পরিবহনের বাসগুলো স্ট্যান্ডে অলস দাঁড়িয়ে আছে। এতে যাত্রীরা বাধ্য হয়ে লেগুনা ও অন্যান্য ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন।

কোটচাঁদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল ইসলাম বলেন, “আমি প্রায় দেড় ঘণ্টা ধরে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাস পাচ্ছি না। শেষমেশ বাধ্য হয়ে লেগুনায় করে রওনা দিয়েছি।”

বাস বন্ধের কারণ জানতে চাইলে কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, “যশোর বাস মালিক সমিতি আমাদের সম্মতি না নিয়েই রুটে বাস চালাচ্ছে, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। নিয়ম অনুযায়ী, দুই পক্ষের সম্মতিতে বাস চলবে। যশোর সমিতির একক সিদ্ধান্তই এই অচলাবস্থার কারণ।”

অন্যদিকে, যশোর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, “যাত্রীদের ভোগান্তির বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

বাস চলাচল বন্ধ থাকায় চুয়াডাঙ্গা, যশোর, কালীগঞ্জসহ আশপাশ এলাকার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান এবং বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।