০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ঈদে ফিরতি ট্রেন যাত্রা: আজ মিলবে ১০ জুনের টিকিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 195

ছবি সংগৃহীত

 

 

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল শুক্রবার বিক্রি হয়েছে আগামী ৯ জুনের টিকিট, আর আজ শনিবার বিক্রি হচ্ছে ১০ জুনের টিকিট।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনেই পাওয়া যাচ্ছে।

টিকিট বিক্রির এই বিশেষ কার্যক্রম চলবে ৫ জুন পর্যন্ত। ১১ জুনের টিকিট বিক্রি হবে ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরবর্তী সাত দিনের ট্রেনের টিকিটগুলো বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হচ্ছে। তবে এ সময়ের টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে।

যাত্রাপথ নির্বিঘ্ন রাখতে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে রেলওয়ে নিয়েছে বাড়তি ব্যবস্থা। পূর্ব ও পশ্চিমাঞ্চলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের জরুরি দায়িত্ব প্রদান করা হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকরা সরাসরি তদারকি করবেন ট্রেন চলাচল।

দুর্ঘটনা রোধ এবং শিডিউল ঠিক রাখতে রেলপথে বাড়ানো হবে প্যাট্রলিং। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী চাপ মোকাবিলায় যাত্রীবাহী সার্ভিসে যুক্ত করা হবে ৪৪টি নতুন কোচ—যার মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৯টি এমজি ও সৈয়দপুর থেকে ১৫টি বিজি কোচ প্রস্তুত রাখা হবে। এছাড়া পূর্বাঞ্চলে ১৮টি এমজি এবং পশ্চিমাঞ্চলে ৯টি বিজি লোকোমোটিভ ব্যবহার উপযোগী করে রাখা হচ্ছে।

রেলওয়ের ঈদকালীন এই বিশেষ পরিকল্পনার ফলে ঘরমুখো মানুষের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ঈদে ফিরতি ট্রেন যাত্রা: আজ মিলবে ১০ জুনের টিকিট

আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

 

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল শুক্রবার বিক্রি হয়েছে আগামী ৯ জুনের টিকিট, আর আজ শনিবার বিক্রি হচ্ছে ১০ জুনের টিকিট।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনেই পাওয়া যাচ্ছে।

টিকিট বিক্রির এই বিশেষ কার্যক্রম চলবে ৫ জুন পর্যন্ত। ১১ জুনের টিকিট বিক্রি হবে ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরবর্তী সাত দিনের ট্রেনের টিকিটগুলো বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হচ্ছে। তবে এ সময়ের টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে।

যাত্রাপথ নির্বিঘ্ন রাখতে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে রেলওয়ে নিয়েছে বাড়তি ব্যবস্থা। পূর্ব ও পশ্চিমাঞ্চলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের জরুরি দায়িত্ব প্রদান করা হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকরা সরাসরি তদারকি করবেন ট্রেন চলাচল।

দুর্ঘটনা রোধ এবং শিডিউল ঠিক রাখতে রেলপথে বাড়ানো হবে প্যাট্রলিং। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী চাপ মোকাবিলায় যাত্রীবাহী সার্ভিসে যুক্ত করা হবে ৪৪টি নতুন কোচ—যার মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৯টি এমজি ও সৈয়দপুর থেকে ১৫টি বিজি কোচ প্রস্তুত রাখা হবে। এছাড়া পূর্বাঞ্চলে ১৮টি এমজি এবং পশ্চিমাঞ্চলে ৯টি বিজি লোকোমোটিভ ব্যবহার উপযোগী করে রাখা হচ্ছে।

রেলওয়ের ঈদকালীন এই বিশেষ পরিকল্পনার ফলে ঘরমুখো মানুষের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।