আকাশে বিরল বিস্ফোরণের দৃশ্য: আজ দেখা যেতে পারে ‘নোভা’র চমক
মহাকাশের রহস্য যেন কখনোই শেষ হয় না। সেই রহস্যই আবার নতুন করে আলোচনায় এসেছে এক যুগান্তকারী মহাজাগতিক ঘটনার কারণে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের আকাশ থেকে খালি চোখেই দেখা যেতে পারে একটি নক্ষত্র বিস্ফোরণের বিরল দৃশ্য যা গত প্রায় আট দশকে একবারও দেখা যায়নি।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ‘টি করোনা বোরিয়ালিস’ নামে পরিচিত একটি বাইনারি স্টার সিস্টেমে নক্ষত্র বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে আজ। এই সিস্টেমটি পৃথিবী থেকে প্রায় তিন হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। সেখানে দুটি তারা আছে একটি লাল দৈত্য (Red Giant) এবং আরেকটি সাদা বামন (White Dwarf)। বয়সের সঙ্গে সঙ্গে লাল দৈত্যটি প্রসারিত হয়ে বিভিন্ন গ্যাস ও উপাদান ছড়িয়ে দিচ্ছে, যা সাদা বামনটি টেনে নিচ্ছে নিজের দিকে। এক পর্যায়ে এই উপাদান জমে গিয়ে সাদা বামন তারাটিতে ঘটতে চলেছে এক ভয়াবহ থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ যাকে বলা হয় ‘নোভা’।
বিস্ফোরণটি এতটাই উজ্জ্বল হবে যে, সেটি পৃথিবী থেকে খালি চোখে রাতের আকাশে এক উজ্জ্বল তারা হিসেবে দেখা যাবে। এই আলোর ঝলকানি কয়েক দিন স্থায়ী হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এটি এমন একটি মহাজাগতিক ঘটনা যা অনেকের জীবদ্দশায় একবারই মাত্র দেখা সম্ভব।
এসইটিআই ইনস্টিটিউটের বিজ্ঞানী ফ্রাঙ্ক মার্চিস জানিয়েছেন, বহু বছর ধরে প্রতীক্ষিত এই বিস্ফোরণ এখন প্রায় নিশ্চিত। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভ্যারিয়েবল স্টার অবজারভার্স-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চ-এপ্রিল মাসে নক্ষত্রটির উজ্জ্বলতা হ্রাস পেয়েছিল, যা বিস্ফোরণের পূর্বাভাস হিসেবে ধরা হয়েছিল। ধারণা করা হয়, এবার ২০২৪ সালের মার্চ-এপ্রিলেই ঘটবে সেই ইতিহাস গড়া বিস্ফোরণ।
এর আগে ১৭৮৭, ১৮৬৬ ও সর্বশেষ ১৯৪৬ সালে পৃথিবী থেকে দেখা গিয়েছিল এমন বিস্ফোরণ। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক হাউন্সেল বলেন, “এটি এমন একটি দৃশ্য, যা এক জীবনে একবার দেখা ভাগ্যের ব্যাপার। যারা আকাশ ভালোবাসেন, তাদের জন্য আজ রাতটা হতে পারে স্মরণীয়।”
তাই আজ রাতে চোখ রাখুন আকাশের দিকে হয়তো আপনি দেখতে পাবেন ইতিহাসের সাক্ষী এক মহাজাগতিক আতশবাজি!