ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ, শাস্তি প্রকাশ্যে কার্যকর করার দাবি

- আপডেট সময় ১০:৫৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
ধর্ষণের শাস্তি প্রকাশ্যে কার্যকর এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটির নেতাকর্মীরা দাবি করেছেন, প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিলে দেশে ধর্ষণের মাত্রা হ্রাস পাবে।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টনের সুরমা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
বিক্ষোভকারীরা ‘রশি লাগলে রশি দে, ধর্ষকদের ফাঁসি দে’ ও ‘ফাঁসি, ফাঁসি, ধর্ষকদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ‘ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা নিলে এই অপরাধ নির্মূল করা সম্ভব হবে। দেশের মা-বোনদের নিরাপত্তায় আমরা কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় অপরাধীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।’
এসময় বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির শাহিনুল পাশা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, আবুল হাসান আফজাল আলী, মহানগর সভাপতি সানাউল্লাহ আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।