নয়াপল্টনে যুবদল-ছাত্রদলের ‘তারুণ্যের অধিকার’ সমাবেশে ঢল

- আপডেট সময় ০৩:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / 19
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় শুরু হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশ। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা গেছে।
ঢাকা মহানগর ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন। কারো হাতে দলীয় পতাকা, কারো হাতে ব্যানার-ফেস্টুন, আবার কেউবা গান ও স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে কর্মসূচি-পূর্ব প্রস্তুতি।
সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ট্রাফিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
আয়োজক তিন সংগঠনের নেতারা জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা ও সক্রিয় অংশগ্রহণের অধিকার হুমকির মুখে পড়েছে। তারা বলেন, “এই সমাবেশের মাধ্যমে আমরা তারুণ্যের কণ্ঠস্বর তুলে ধরতে চাই। রাজনৈতিক মত প্রকাশের যে অধিকার সংবিধানে স্বীকৃত, তা আজ সংকুচিত হয়ে এসেছে। এই পরিস্থিতির বিরুদ্ধে অবস্থান জানাতেই আজকের এই সমাবেশ।”
এক নেতার ভাষায়, “তরুণরা আজ হতাশ। আমরা চাই, এই সমাবেশ থেকে তারা নতুন আশার আলো খুঁজে পাক। আমরা এই আয়োজন করেছি যাতে তারা তাদের মতামত নির্ভয়ে প্রকাশ করতে পারে।”
নেতাকর্মীদের অংশগ্রহণে নয়াপল্টন এখন পরিণত হয়েছে এক আন্দোলনমুখর জনসমুদ্রে। দুপুরের প্রধান সমাবেশ ঘিরে স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিএনপির অঙ্গসংগঠনের এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের কৌতূহলও দেখা গেছে। অনেকেই ফুটপাত থেকে দাঁড়িয়ে দেখছেন মিছিলের দৃশ্য, শুনছেন স্লোগান।
সার্বিকভাবে আজকের এই আয়োজনটি বিএনপির তরুণ শাখাগুলোর রাজনৈতিক পুনর্জাগরণ ও অধিকার আদায়ের একটি প্রতীকী প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।