সড়ক অবরোধে বিচ্ছিন্ন বাগেরহাট, বন্ধ দূরপাল্লার বাসসহ সব যানবাহন

- আপডেট সময় ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 29
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে জেলাজুড়ে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই হরতাল সমর্থনকারীরা বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ বসিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করেছেন। সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৩৪টি পয়েন্টে স্থানীয় জনতা ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন, যার ফলে বাগেরহাট কার্যত দেশের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ফতেপুর বাজার ও সিএনবি বাজারসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ট্রাকচালকরা। পাশাপাশি হরতালের প্রতি সমর্থন জানিয়ে জেলার অধিকাংশ দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বুধবার সকাল থেকে শুরু হওয়া এই হরতালে রাতেও সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। ফলে রাতভরও কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারেনি।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রস্তাব দেয় বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটিতে আনার। এই প্রস্তাব ঘোষণার পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। চার আসন বহালের দাবিতে তারা কমিশনের শুনানিতেও অংশ নেন। কিন্তু ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে কমিশন শুধুমাত্র সীমানা পরিবর্তন করে তিনটি আসন বহাল রাখে, যা স্থানীয়দের দাবি উপেক্ষা করার শামিল বলে অভিযোগ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
চূড়ান্ত গেজেট অনুযায়ী নতুনভাবে নির্ধারিত আসনগুলো হলো— বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।