বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। রোববার (২৬ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর প্রকাশ করে।
হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন জানিয়েছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে সরাসরি বিমান পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যোগাযোগের জন্য তৃতীয় দেশের উপর নির্ভর করতে হয়। তবে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত সহজ হবে এবং সময় ও খরচ কমবে। বিশেষ করে ব্যবসায়িক ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে।
দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। তবে এই পরিকল্পনা কার্যকরে বিভিন্ন নীতিগত ও কারিগরি বিষয়ের সমাধান প্রয়োজন।