০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

প্রথমবারের মতো ম্যারাথনে মানুষের সঙ্গে দৌড়াবে রোবট!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 62

ছবি: সংগৃহীত

 

সময় বদলেছে, প্রযুক্তিও এগিয়েছে অদম্য গতিতে। মানুষের জীবনে প্রযুক্তি যেমন সুবিধা এনেছে, তেমনি চ্যালেঞ্জও তৈরি করেছে। তবে এবার এক অভিনব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একসঙ্গে দৌড়াবে মানুষ ও রোবট!

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী হাফ ম্যারাথন। এই প্রতিযোগিতায় শুধু মানুষ নয়, মানুষের মতো দেখতে রোবটরাও অংশ নেবে। বিশ্বের প্রথম এমন ইভেন্ট, যেখানে মানুষ ও যান্ত্রিক দৌড়বিদ একসঙ্গে প্রতিযোগিতা করবে।

বিজ্ঞাপন

আয়োজক ‘বেইজিং ইকোনমিক-টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া’ জানিয়েছে, প্রায় ১২ হাজার দৌড়বিদের সঙ্গে অংশ নেবে রোবটরাও। এসব রোবট চীনের বিভিন্ন প্রযুক্তি কোম্পানির প্রতিনিধিত্ব করবে। তবে নিরাপত্তার জন্য রোবটদের জন্য থাকবে আলাদা লেন।

সম্প্রতি আয়োজকদের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, হাফ ম্যারাথন শেষ করতে রোবটদের জন্য সর্বোচ্চ সাড়ে তিন ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। মানুষের পাশাপাশি সবচেয়ে দ্রুত দৌড় শেষ করা তিনটি রোবটও পুরস্কৃত হবে। এছাড়া সবচেয়ে বেশি সহনশীলতা দেখানো ও সবচেয়ে জনপ্রিয় রোবটের জন্যও থাকবে বিশেষ পুরস্কার।

নিয়ম অনুযায়ী, রোবটদের দেখতে অবশ্যই মানুষের মতো হতে হবে। তারা স্বয়ংক্রিয় বা রিমোট নিয়ন্ত্রিত হতে পারবে, তবে রোবটের পায়ে চাকা থাকা যাবে না।

এই অভিনব আয়োজন ঘিরে ক্রীড়াপ্রেমী ও প্রযুক্তি বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মানুষের সঙ্গে রোবটের দৌড় প্রতিযোগিতা শুধু ক্রীড়াঙ্গনে নয়, প্রযুক্তির ভবিষ্যৎ দিকেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

প্রথমবারের মতো ম্যারাথনে মানুষের সঙ্গে দৌড়াবে রোবট!

আপডেট সময় ১২:২৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

সময় বদলেছে, প্রযুক্তিও এগিয়েছে অদম্য গতিতে। মানুষের জীবনে প্রযুক্তি যেমন সুবিধা এনেছে, তেমনি চ্যালেঞ্জও তৈরি করেছে। তবে এবার এক অভিনব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একসঙ্গে দৌড়াবে মানুষ ও রোবট!

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী হাফ ম্যারাথন। এই প্রতিযোগিতায় শুধু মানুষ নয়, মানুষের মতো দেখতে রোবটরাও অংশ নেবে। বিশ্বের প্রথম এমন ইভেন্ট, যেখানে মানুষ ও যান্ত্রিক দৌড়বিদ একসঙ্গে প্রতিযোগিতা করবে।

বিজ্ঞাপন

আয়োজক ‘বেইজিং ইকোনমিক-টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া’ জানিয়েছে, প্রায় ১২ হাজার দৌড়বিদের সঙ্গে অংশ নেবে রোবটরাও। এসব রোবট চীনের বিভিন্ন প্রযুক্তি কোম্পানির প্রতিনিধিত্ব করবে। তবে নিরাপত্তার জন্য রোবটদের জন্য থাকবে আলাদা লেন।

সম্প্রতি আয়োজকদের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, হাফ ম্যারাথন শেষ করতে রোবটদের জন্য সর্বোচ্চ সাড়ে তিন ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। মানুষের পাশাপাশি সবচেয়ে দ্রুত দৌড় শেষ করা তিনটি রোবটও পুরস্কৃত হবে। এছাড়া সবচেয়ে বেশি সহনশীলতা দেখানো ও সবচেয়ে জনপ্রিয় রোবটের জন্যও থাকবে বিশেষ পুরস্কার।

নিয়ম অনুযায়ী, রোবটদের দেখতে অবশ্যই মানুষের মতো হতে হবে। তারা স্বয়ংক্রিয় বা রিমোট নিয়ন্ত্রিত হতে পারবে, তবে রোবটের পায়ে চাকা থাকা যাবে না।

এই অভিনব আয়োজন ঘিরে ক্রীড়াপ্রেমী ও প্রযুক্তি বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মানুষের সঙ্গে রোবটের দৌড় প্রতিযোগিতা শুধু ক্রীড়াঙ্গনে নয়, প্রযুক্তির ভবিষ্যৎ দিকেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।