ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি পুলিশের ১১০ কর্মকর্তাকে এসআই থেকে ইন্সপেক্টর পদে উত্তরণ পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এমন ব্যাপকতা ধারণা করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা” কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দুর হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা, দুই পক্ষেই হতাহত ভোটার তালিকা সংযোজনসহ তিনটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন অবৈধ ৬২ কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে তারিক সিদ্দিকের: দুদক চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে মাইক্রোসফট ৩৬৫ হ্যাকের চেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো নিরাপদ মেসেজিং অ্যাপ ব্যবহার করে মাইক্রোসফট ৩৬৫ অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা চালাচ্ছে একটি সংগঠিত হ্যাকার চক্র। সাইবার নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার জানিয়েছে, এই তৎপরতার সঙ্গে রাশিয়াভিত্তিক হ্যাকারদের সংশ্লিষ্টতা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তার ছদ্মবেশে হ্যাকাররা তাদের লক্ষ্যবস্তুদের সঙ্গে যোগাযোগ করছে। কখনো কখনো তারা ইউক্রেন সরকারের একটি হ্যাকড ই–মেইল ঠিকানা ব্যবহার করছে। প্রতারণামূলক বার্তাগুলোয় ইউক্রেন সম্পর্কিত একটি বৈঠকে অংশ নেওয়ার কথা বলে নির্দিষ্ট একটি লিংকে প্রবেশ করতে বলা হয়। সেই লিংকে ক্লিক করলে মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশের জন্য ব্যবহারকারীদের অথরাইজেশন কোড বা একবার ব্যবহারযোগ্য লগইন তথ্য দিতে বলা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ভোলেক্সিটি জানিয়েছে, তারা গত মার্চ থেকে এই হ্যাকিং প্রচেষ্টা পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির মতে, মানবাধিকার সংস্থা ও ইউক্রেনের সঙ্গে সম্পৃক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাই মূলত হ্যাকারদের লক্ষ্যবস্তু।

ভোলেক্সিটির বিশ্লেষণে দেখা গেছে, হ্যাকারদের পাঠানো বার্তাগুলোর ধরন প্রায় এক। ইউক্রেনভিত্তিক আলোচনার কথা বলে একটি নির্দিষ্ট ফিশিং সাইটের লিংক পাঠানো হয়, যার মাধ্যমে মাইক্রোসফট ৩৬৫ অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়।

প্রতিষ্ঠানটি তাদের ব্লগে এসব বার্তার স্ক্রিনশটসহ বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল বা ই–মেইলে আসা অপরিচিত বার্তা যাচাই না করে কোনো লিংকে ক্লিক করা বিপজ্জনক হতে পারে। তাঁদের মতে, হ্যাকারদের কৌশল দিন দিন আরও নিখুঁত ও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, ফলে ঝুঁকিও বাড়ছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সন্দেহজনক বার্তা পেলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইটি বিভাগ অথবা নিরাপত্তা টিমকে জানানো উচিত। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে ‘টু–ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

নিউজটি শেয়ার করুন

এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে মাইক্রোসফট ৩৬৫ হ্যাকের চেষ্টা

আপডেট সময় ০৬:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো নিরাপদ মেসেজিং অ্যাপ ব্যবহার করে মাইক্রোসফট ৩৬৫ অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা চালাচ্ছে একটি সংগঠিত হ্যাকার চক্র। সাইবার নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার জানিয়েছে, এই তৎপরতার সঙ্গে রাশিয়াভিত্তিক হ্যাকারদের সংশ্লিষ্টতা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তার ছদ্মবেশে হ্যাকাররা তাদের লক্ষ্যবস্তুদের সঙ্গে যোগাযোগ করছে। কখনো কখনো তারা ইউক্রেন সরকারের একটি হ্যাকড ই–মেইল ঠিকানা ব্যবহার করছে। প্রতারণামূলক বার্তাগুলোয় ইউক্রেন সম্পর্কিত একটি বৈঠকে অংশ নেওয়ার কথা বলে নির্দিষ্ট একটি লিংকে প্রবেশ করতে বলা হয়। সেই লিংকে ক্লিক করলে মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশের জন্য ব্যবহারকারীদের অথরাইজেশন কোড বা একবার ব্যবহারযোগ্য লগইন তথ্য দিতে বলা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ভোলেক্সিটি জানিয়েছে, তারা গত মার্চ থেকে এই হ্যাকিং প্রচেষ্টা পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির মতে, মানবাধিকার সংস্থা ও ইউক্রেনের সঙ্গে সম্পৃক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাই মূলত হ্যাকারদের লক্ষ্যবস্তু।

ভোলেক্সিটির বিশ্লেষণে দেখা গেছে, হ্যাকারদের পাঠানো বার্তাগুলোর ধরন প্রায় এক। ইউক্রেনভিত্তিক আলোচনার কথা বলে একটি নির্দিষ্ট ফিশিং সাইটের লিংক পাঠানো হয়, যার মাধ্যমে মাইক্রোসফট ৩৬৫ অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়।

প্রতিষ্ঠানটি তাদের ব্লগে এসব বার্তার স্ক্রিনশটসহ বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল বা ই–মেইলে আসা অপরিচিত বার্তা যাচাই না করে কোনো লিংকে ক্লিক করা বিপজ্জনক হতে পারে। তাঁদের মতে, হ্যাকারদের কৌশল দিন দিন আরও নিখুঁত ও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, ফলে ঝুঁকিও বাড়ছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সন্দেহজনক বার্তা পেলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইটি বিভাগ অথবা নিরাপত্তা টিমকে জানানো উচিত। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে ‘টু–ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা।