নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কোনো অবকাশ নেই: প্রেস সচিব

- আপডেট সময় ০৩:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 2
নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন হওয়ার কথা বলেছেন, সে সময়ই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
শনিবার (১৯ জুলাই) কুমিল্লার বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব আরও জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হবে এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। তিনি বলেন, “সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন আরও ভালো ও গ্রহণযোগ্য হবে।”
সংসদ নির্বাচনে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “এটি নিয়ে রাজনৈতিক দলগুলো এবং সংশ্লিষ্ট কমিশনগুলো আন্তরিকতার সঙ্গে আলোচনা করছে। বিষয়টি এখন আলোচনার পর্যায়ে রয়েছে এবং সবার অংশগ্রহণেই একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে।”
উল্লেখ্য, ‘দ্য নেক্সট ওয়েভ’ (The Next Wave) শীর্ষক প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টানা দ্বিতীয়বারের মতো TEDxComilla University অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিনসহ দেশের বিভিন্ন খাতের প্রথিতযশা ব্যক্তিরা বক্তব্য রাখেন।
দিনব্যাপী এই আয়োজনে বক্তারা তরুণ প্রজন্মকে নতুন ভাবনা, উদ্ভাবন এবং নেতৃত্বের বিষয়ে উদ্বুদ্ধ করেন। তরুণদের জন্য এমন আয়োজনে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির অংশগ্রহণ নতুন প্রজন্মের প্রতি ইতিবাচক বার্তা বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন জল্পনা-কল্পনার মধ্যেই প্রেস সচিবের এই আশ্বস্তিমূলক বক্তব্য স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের বার্তা দেয় বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।