ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

নির্বাচনের নির্দিষ্ট তারিখ নেই, প্রস্তুতি চলছে এপ্রিল ও ফেব্রুয়ারি মাথায় রেখে: সিইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

বাংলাদেশের জাতীয় নির্বাচন ঠিক কবে হবে, সেই প্রশ্ন এখনও অনিশ্চিত। নির্বাচন ঘিরে রাজনীতিতে তৈরি হয়েছে সন্দেহ ও সংশয়। এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও নিরপেক্ষতা নিয়ে মুখ খুলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সিইসি বলেন, “ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু রেসপন্ড, বিকজ আই মাইসেলফ ওন্ট নো এক্স্যাক্ট ডেট।” তিনি জানান, সরকার নির্বাচন কমিশনকে এখনো কোনো নির্দিষ্ট ভোটের তারিখ জানায়নি। তবে তাদের ধারণা, নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির শুরুতে বা এপ্রিলের প্রথমার্ধে।

সিইসি জানান, প্রথম থেকেই ডিসেম্বরকে লক্ষ্য করে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। “গত বছরের ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন ডিসেম্বর অথবা জুনে নির্বাচন হতে পারে—সেই বক্তব্যের ভিত্তিতে আমরা ব্যাক ক্যালকুলেশন করে প্রস্তুতি শুরু করি,” বলেন তিনি।

তিনি স্পষ্ট করেন, “আমাদের প্রস্তুতি নিয়ে সরকারের কাছ থেকে কোনো গাইডেন্স, পরামর্শ, আদেশ বা নির্দেশ কিছুই নেই। আমরা একদম স্বাধীনভাবে প্রস্তুতি নিচ্ছি।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, “এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে উনি জানতে চেয়েছেন, আমাদের প্রস্তুতির অবস্থা কী। আমি বিস্তারিত জানিয়েছি—কী করেছি, কী করছি, কতদূর এগিয়েছি, আর কত বাকি আছে।”

রাজনৈতিক দলগুলোর বক্তব্য অনুযায়ী বর্তমানে নির্বাচন উপযোগী পরিবেশ নেই এমন প্রশ্নে সিইসি বলেন, “রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়ে আমরা গাইডেড না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন।”
মব ভায়োলেন্স বা দলবদ্ধ সহিংসতা পরিস্থিতি নিয়ে প্রশ্নে তিনি বলেন, “চ্যালেঞ্জিং হবে, কিন্তু সম্ভব। কারণ, গত আগস্টের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, “নির্বাচনের সময় সবকিছু নিয়ন্ত্রণে থাকবে। প্রতিটি রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচনের কথা বলে এসেছে। জনগণ যদি পাশে থাকে, তাহলে মব বা সহিংসতা কোনো বাধা হয়ে দাঁড়াবে না।”

সিইসি জানান, “প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, শুধু পুলিশ নয় আর্মি, বিজিবি সব আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়েই প্রস্তুতি চলছে। একইভাবে আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি।”

তিনি শেষ পর্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি তাতে বাধা হবে বলে আমি মনে করি না।”

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের নির্দিষ্ট তারিখ নেই, প্রস্তুতি চলছে এপ্রিল ও ফেব্রুয়ারি মাথায় রেখে: সিইসি

আপডেট সময় ০১:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

বাংলাদেশের জাতীয় নির্বাচন ঠিক কবে হবে, সেই প্রশ্ন এখনও অনিশ্চিত। নির্বাচন ঘিরে রাজনীতিতে তৈরি হয়েছে সন্দেহ ও সংশয়। এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও নিরপেক্ষতা নিয়ে মুখ খুলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সিইসি বলেন, “ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু রেসপন্ড, বিকজ আই মাইসেলফ ওন্ট নো এক্স্যাক্ট ডেট।” তিনি জানান, সরকার নির্বাচন কমিশনকে এখনো কোনো নির্দিষ্ট ভোটের তারিখ জানায়নি। তবে তাদের ধারণা, নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির শুরুতে বা এপ্রিলের প্রথমার্ধে।

সিইসি জানান, প্রথম থেকেই ডিসেম্বরকে লক্ষ্য করে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। “গত বছরের ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন ডিসেম্বর অথবা জুনে নির্বাচন হতে পারে—সেই বক্তব্যের ভিত্তিতে আমরা ব্যাক ক্যালকুলেশন করে প্রস্তুতি শুরু করি,” বলেন তিনি।

তিনি স্পষ্ট করেন, “আমাদের প্রস্তুতি নিয়ে সরকারের কাছ থেকে কোনো গাইডেন্স, পরামর্শ, আদেশ বা নির্দেশ কিছুই নেই। আমরা একদম স্বাধীনভাবে প্রস্তুতি নিচ্ছি।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, “এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে উনি জানতে চেয়েছেন, আমাদের প্রস্তুতির অবস্থা কী। আমি বিস্তারিত জানিয়েছি—কী করেছি, কী করছি, কতদূর এগিয়েছি, আর কত বাকি আছে।”

রাজনৈতিক দলগুলোর বক্তব্য অনুযায়ী বর্তমানে নির্বাচন উপযোগী পরিবেশ নেই এমন প্রশ্নে সিইসি বলেন, “রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়ে আমরা গাইডেড না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন।”
মব ভায়োলেন্স বা দলবদ্ধ সহিংসতা পরিস্থিতি নিয়ে প্রশ্নে তিনি বলেন, “চ্যালেঞ্জিং হবে, কিন্তু সম্ভব। কারণ, গত আগস্টের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, “নির্বাচনের সময় সবকিছু নিয়ন্ত্রণে থাকবে। প্রতিটি রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচনের কথা বলে এসেছে। জনগণ যদি পাশে থাকে, তাহলে মব বা সহিংসতা কোনো বাধা হয়ে দাঁড়াবে না।”

সিইসি জানান, “প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, শুধু পুলিশ নয় আর্মি, বিজিবি সব আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়েই প্রস্তুতি চলছে। একইভাবে আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি।”

তিনি শেষ পর্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি তাতে বাধা হবে বলে আমি মনে করি না।”