০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 182

ছবি সংগৃহীত

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো ধরনের কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

নির্বাচনের অর্থ বরাদ্দ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচনের জন্য যে বরাদ্দ ধরা হয়েছে, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।”

বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি ডিএপি ও ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এলএনজির সরবরাহ নিয়ে সিদ্ধান্ত হয়েছে, যা আসলে সার সরবরাহ আরও বাড়ানো সম্ভব হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, রংপুরে ৩০টি স্কুল পুনর্নির্মাণের অনুমোদনও বৈঠকে চূড়ান্ত করা হয়েছে।

এদিকে, এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটিই চূড়ান্ত। এর আগে বা পরে আর কোনো প্রজ্ঞাপন নেই। আমি প্রজ্ঞাপন জারি করার দায়িত্বে আছি, সিদ্ধান্তদাতা নই।”

তিনি আরও জানান, আলোচনার দরকার আছে কি না, তা বলার আগেই সংশ্লিষ্টরা সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। তাদের নতুন কোনো দাবি থাকলে পরে আলোচনা হতে পারে।

বন্দর কার্যক্রমের স্থবিরতা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, “পুরোপুরি বন্ধ ছিল না। যেসব পণ্য বন্দরে ঢুকেছে, সেগুলোর জাহাজীকরণ হবে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তবে খুব বেশি ক্ষতি হয়নি।”

আন্দোলনকারীদের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আপনি নেই বলে কোনো কাজ থেমে যাবে বাংলাদেশে এমনটি হয় না, পৃথিবীর কোথাও হয় না।”

নিউজটি শেয়ার করুন

জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৫:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো ধরনের কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

নির্বাচনের অর্থ বরাদ্দ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচনের জন্য যে বরাদ্দ ধরা হয়েছে, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।”

বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি ডিএপি ও ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এলএনজির সরবরাহ নিয়ে সিদ্ধান্ত হয়েছে, যা আসলে সার সরবরাহ আরও বাড়ানো সম্ভব হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, রংপুরে ৩০টি স্কুল পুনর্নির্মাণের অনুমোদনও বৈঠকে চূড়ান্ত করা হয়েছে।

এদিকে, এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটিই চূড়ান্ত। এর আগে বা পরে আর কোনো প্রজ্ঞাপন নেই। আমি প্রজ্ঞাপন জারি করার দায়িত্বে আছি, সিদ্ধান্তদাতা নই।”

তিনি আরও জানান, আলোচনার দরকার আছে কি না, তা বলার আগেই সংশ্লিষ্টরা সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। তাদের নতুন কোনো দাবি থাকলে পরে আলোচনা হতে পারে।

বন্দর কার্যক্রমের স্থবিরতা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, “পুরোপুরি বন্ধ ছিল না। যেসব পণ্য বন্দরে ঢুকেছে, সেগুলোর জাহাজীকরণ হবে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তবে খুব বেশি ক্ষতি হয়নি।”

আন্দোলনকারীদের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আপনি নেই বলে কোনো কাজ থেমে যাবে বাংলাদেশে এমনটি হয় না, পৃথিবীর কোথাও হয় না।”