০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য: সিইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় কার্যক্রম অনেকটাই এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আয়োজিত ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় কমিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, “যতটুকু কাজ বাকি রয়েছে, সেগুলো আমাদের সবাইকে নিয়েই শেষ করতে হবে।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আজকের দিনে আমাদের শপথ হবে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। কোনো দলের পক্ষে লেজুরবৃত্তি নয়।”

সভায় কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদার আচরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, “রমজান মাসে আপনারা ওয়াদা করেছিলেন নিরপেক্ষভাবে কাজ করবেন। আজ সেই প্রতিশ্রুতি আবারও মনে করিয়ে দিতে চাই আপনারা যেন আইন অনুযায়ী বিবেকবোধ নিয়ে কাজ করেন।”

নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করে সিইসি বলেন, “আমরা রেফারির ভূমিকায় কাজ করব। যারা খেলবে তারা খেলুক, যে জিতবে সে-ই জিতুক। আমাদের কাজ হবে শুধু খেলার নিয়ম ঠিকমতো কার্যকর করা।”

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “এই নির্বাচন যেন কারও প্রশ্নের মুখে না পড়ে, সেই লক্ষ্যেই সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো রাজনৈতিক পক্ষপাত যেন আমাদের কাজে প্রতিফলিত না হয়।”

নির্বাচন কমিশন সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি বলেন, “আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো সিদ্ধান্ত নিতে হবে ন্যায়ের ভিত্তিতে এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে।”

সভায় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা কর্মকর্তাদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রসঙ্গত, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনও প্রস্তুতি কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য: সিইসি

আপডেট সময় ০২:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

 

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় কার্যক্রম অনেকটাই এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আয়োজিত ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় কমিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, “যতটুকু কাজ বাকি রয়েছে, সেগুলো আমাদের সবাইকে নিয়েই শেষ করতে হবে।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আজকের দিনে আমাদের শপথ হবে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। কোনো দলের পক্ষে লেজুরবৃত্তি নয়।”

সভায় কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদার আচরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, “রমজান মাসে আপনারা ওয়াদা করেছিলেন নিরপেক্ষভাবে কাজ করবেন। আজ সেই প্রতিশ্রুতি আবারও মনে করিয়ে দিতে চাই আপনারা যেন আইন অনুযায়ী বিবেকবোধ নিয়ে কাজ করেন।”

নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করে সিইসি বলেন, “আমরা রেফারির ভূমিকায় কাজ করব। যারা খেলবে তারা খেলুক, যে জিতবে সে-ই জিতুক। আমাদের কাজ হবে শুধু খেলার নিয়ম ঠিকমতো কার্যকর করা।”

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “এই নির্বাচন যেন কারও প্রশ্নের মুখে না পড়ে, সেই লক্ষ্যেই সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো রাজনৈতিক পক্ষপাত যেন আমাদের কাজে প্রতিফলিত না হয়।”

নির্বাচন কমিশন সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি বলেন, “আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো সিদ্ধান্ত নিতে হবে ন্যায়ের ভিত্তিতে এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে।”

সভায় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা কর্মকর্তাদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রসঙ্গত, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনও প্রস্তুতি কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।