০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ট্রাম্পের উপস্থিতিতে সিনারকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ ডিএমপির অভ্যন্তরীণ রদবদল: ৫ কর্মকর্তার নতুন দায়িত্ব নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব মৌলভীবাজারে বাগানের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যার চেষ্টা ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননের মন্ত্রিসভার পরিকল্পনার ধাপসমূহ ২০২৬ সালে মায়ামিতে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন: ট্রাম্প পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, গাড়ি কেটে হেলপারকে উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 103

ছবি সংগৃহীত

 

 

রাজশাহী-নওগাঁ মহাসড়কে এক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে আম বোঝাই একটি মিনি ট্রাক। ঢাকা মেট্রো-ড ১১-৬৬০৫ নম্বরের ট্রাকটি আম নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। রাজশাহী নগরীর উপকন্ঠ বায়ার মোড় অতিক্রম করার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার লাগার সাথে ট্রাকটি উল্টে গিয়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেল্পার আহত হন বলৈ জানান প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। দূর্ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) সকালে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকচালক হালকা আঘাতপ্রাপ্ত হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করলেও চরম বেকায়দায় পরেন ট্রাকের হেলপার। দূর্ঘটনায় কবলিত ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় গাড়ির ভেতর আটকে পড়েন হেলপার।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ট্রাকের একাংশ কেটেগুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে। দূর্ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, গাড়ি কেটে হেলপারকে উদ্ধার

আপডেট সময় ০৬:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

রাজশাহী-নওগাঁ মহাসড়কে এক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে আম বোঝাই একটি মিনি ট্রাক। ঢাকা মেট্রো-ড ১১-৬৬০৫ নম্বরের ট্রাকটি আম নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। রাজশাহী নগরীর উপকন্ঠ বায়ার মোড় অতিক্রম করার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার লাগার সাথে ট্রাকটি উল্টে গিয়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেল্পার আহত হন বলৈ জানান প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। দূর্ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) সকালে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকচালক হালকা আঘাতপ্রাপ্ত হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করলেও চরম বেকায়দায় পরেন ট্রাকের হেলপার। দূর্ঘটনায় কবলিত ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় গাড়ির ভেতর আটকে পড়েন হেলপার।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ট্রাকের একাংশ কেটেগুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে। দূর্ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়।