সীমান্ত খবর
হিলি সীমান্তে বিএসএফের বাধায় রেলব্রিজ সংস্কার কাজ স্থগিত
দিনাজপুরের হিলি সীমান্তে অবস্থিত রেললাইনের একটি ব্রিজের সংস্কার কাজ বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) এর বাধায় বন্ধ হয়ে গেছে। পূর্বে বিজিবি এবং বিএসএফের মধ্যে অনুষ্ঠিত নিয়মিত সীমান্ত বৈঠকে ব্রিজের সংস্কার কাজ চালানোর বিষয়ে সিদ্ধান্ত হলেও, বিএসএফ সেই সিদ্ধান্ত মানছে না।
ব্রিজের নিচের অংশে পাথর সরে যাওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ সংস্কার কাজ শুরু করেছিল। তবে, কিছু ঘণ্টার মধ্যে বিএসএফ সদস্যরা এসে কাজ বন্ধ করে দেয়। এর পর থেকেই বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও, সমস্যার সমাধানে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
গত শনিবার কম্পানি কমান্ডার পর্যায়ে এক বৈঠক হয়, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
এদিকে, স্থানীয়রা অভিযোগ করেছেন, বিএসএফের এ ধরনের বাধায় রেলব্রিজের সংস্কার কাজ স্থগিত থাকায় তাদের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজের এই অংশটি ক্ষতিগ্রস্ত থাকায় সঠিক সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে।
স্থানীয়দের দাবি, ব্রিজটির দ্রুত সংস্কার কাজ শুরু হওয়া প্রয়োজন, যাতে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা এবং যাত্রী চলাচল সুরক্ষিত থাকে।