বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা
রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর চক্ষু আহতদের বিনামূল্যে সেবা দিতে আসছেন সিঙ্গাপুরের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন। তাদের মধ্যে রয়েছেন রেটিনা, কর্নিয়া, নিউরো অফথালমোলজি ও অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞরা।
আগামী ১ ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই হাসপাতালে এ সেবা প্রদান করা হবে। যাঁরা চিকিৎসা নিতে চান, তাঁদের ০১৩৩৭৩৪৩৩৮৯ (জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল) এবং ১০৬২০ (বাংলাদেশ আই হসপিটাল) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার শিকার হয়ে চক্ষু গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এমন শতাধিক রোগী এই বিশেষজ্ঞদের সেবা পাবেন। আন্দোলনে এ পর্যন্ত ৭৩৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার, আহত হয়েছেন ২২ হাজার ৯০৭ জন। চোখ হারিয়েছেন ৪০০ জন, যাঁদের মধ্যে ৩৫ জন পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছেন।
এই উদ্যোগ আন্দোলনে আহতদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, চক্ষু চিকিৎসার ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও দক্ষতা প্রয়োগ করে তাঁরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করবেন।