ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ ও ঘরোয়া উপায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন হত্যা ও খুন মামলাসহ পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল বিদেশফেরত রংমিস্ত্রি থেকে সফল কৃষি উদ্যোক্তা: আফজাল শেখের রাম্বুটান বিপ্লব কলটি বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: চিফ প্রসিকিউটর ১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান

বিসিবির বোর্ড সভা আজ, কোচ ও অধিনায়ক নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 24

ছবি সংগৃহীত

 

 

জাতীয় দলের অধিনায়কত্ব, কোচদের চুক্তি নবায়ন, ম্যাচ ফি বৃদ্ধি ও বিপিএলের লভ্যাংশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজ বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চলতি মাসে এটি হবে বোর্ডের দ্বিতীয় সভা।

বৈঠকের আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে জাতীয় দলের নেতৃত্ব। চ্যাম্পিয়নস ট্রফির পর টি-টোয়েন্টি অধিনায়কের মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব খুঁজছে বিসিবি। এ ফরম্যাটে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নাম উঠে এসেছে আলোচনায়। তবে টেস্ট ও ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর উপরই আস্থা রাখার ইঙ্গিত মিলেছে।

প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে আজকের সভা থেকে। চন্ডিকা হাথুরুসিংহে বিদায়ের পর নিয়োগ পাওয়া সিমন্সকে রেখে দিতে আগ্রহী বোর্ড। কোচিং স্টাফে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের ভবিষ্যত নিয়েও আলোচনা হবে। বিসিবি তাকে প্রতিদিন ৭০০ ডলার দেওয়ার প্রস্তাব নিয়ে ভাবছে। ফিল্ডিং কোচ ও পারফরম্যান্স অ্যানালিস্ট নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

নতুন নির্বাচকের নাম ঘোষণাও হতে পারে সভা থেকে। হান্নান সরকারের পদত্যাগে দুই সদস্যের নির্বাচক প্যানেলে নতুন মুখ দরকার বিসিবির।

অর্থনৈতিক দিকেও আসছে পরিবর্তন। ক্রিকেটারদের বেতনের পর এবার তিন ফরম্যাটের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে টিকিট বিক্রির লভ্যাংশ ভাগাভাগির বিষয়টি আবারও আলোচনায় আসবে। প্রথম শ্রেণির ক্রিকেটে বেতন বৈষম্যের বিষয়টিও সভায় স্থান পেতে যাচ্ছে।

পূর্বাচল স্টেডিয়াম প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান ‘পপুলাস’-এর কাজ ও ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে আজকের বোর্ড সভায়। সব মিলিয়ে ক্রিকেট পরিচালনায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে আজকের বৈঠক থেকে যার প্রভাব পড়বে মাঠের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনায়।

নিউজটি শেয়ার করুন

বিসিবির বোর্ড সভা আজ, কোচ ও অধিনায়ক নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আপডেট সময় ১২:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

 

 

জাতীয় দলের অধিনায়কত্ব, কোচদের চুক্তি নবায়ন, ম্যাচ ফি বৃদ্ধি ও বিপিএলের লভ্যাংশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজ বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চলতি মাসে এটি হবে বোর্ডের দ্বিতীয় সভা।

বৈঠকের আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে জাতীয় দলের নেতৃত্ব। চ্যাম্পিয়নস ট্রফির পর টি-টোয়েন্টি অধিনায়কের মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব খুঁজছে বিসিবি। এ ফরম্যাটে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নাম উঠে এসেছে আলোচনায়। তবে টেস্ট ও ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর উপরই আস্থা রাখার ইঙ্গিত মিলেছে।

প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে আজকের সভা থেকে। চন্ডিকা হাথুরুসিংহে বিদায়ের পর নিয়োগ পাওয়া সিমন্সকে রেখে দিতে আগ্রহী বোর্ড। কোচিং স্টাফে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের ভবিষ্যত নিয়েও আলোচনা হবে। বিসিবি তাকে প্রতিদিন ৭০০ ডলার দেওয়ার প্রস্তাব নিয়ে ভাবছে। ফিল্ডিং কোচ ও পারফরম্যান্স অ্যানালিস্ট নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

নতুন নির্বাচকের নাম ঘোষণাও হতে পারে সভা থেকে। হান্নান সরকারের পদত্যাগে দুই সদস্যের নির্বাচক প্যানেলে নতুন মুখ দরকার বিসিবির।

অর্থনৈতিক দিকেও আসছে পরিবর্তন। ক্রিকেটারদের বেতনের পর এবার তিন ফরম্যাটের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে টিকিট বিক্রির লভ্যাংশ ভাগাভাগির বিষয়টি আবারও আলোচনায় আসবে। প্রথম শ্রেণির ক্রিকেটে বেতন বৈষম্যের বিষয়টিও সভায় স্থান পেতে যাচ্ছে।

পূর্বাচল স্টেডিয়াম প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান ‘পপুলাস’-এর কাজ ও ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে আজকের বোর্ড সভায়। সব মিলিয়ে ক্রিকেট পরিচালনায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে আজকের বৈঠক থেকে যার প্রভাব পড়বে মাঠের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনায়।