ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

বিসিবি সভাপতি ফারুক আহমেদ: ‘কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 27

ছবি সংগৃহীত

 

গত কয়েকদিন ধরে সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ফ্যাসিস্ট সরকার ঘনিষ্ঠতা এবং দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছেন তিনি। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সাফ জবাব দিয়েছেন বিসিবি প্রধান। তার ভাষায়, “কোনো ফ্যাসিস্টের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।”

সমালোচনা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “বড় প্রতিষ্ঠানে কাজ করলে সমালোচনা আসবেই। তবে গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। ভালো কাজ করলে সেটার প্রশংসাও হওয়া দরকার।” তার দাবি, অনেক ভালো কাজ করলেও তা কেউ বলছে না, বরং অকারণেই সমালোচনার তীর ছোঁড়া হচ্ছে।

তিনি বলেন, “আমি জানি না কেন এত সমালোচনা হচ্ছে। আমি তো ভালো কাজই করছি। অনুরোধ করবো, সবাই যেন গঠনমূলক সমালোচনা করে।”

ফারুক আহমেদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতার অভিযোগ রয়েছে। তবে সেটিও উড়িয়ে দিয়ে তিনি বলেন, “কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই। যদি এক বিন্দু সংশ্লিষ্টতা থাকতো, আমি এই জায়গায় আসতে পারতাম না।”

এদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সেই উত্তেজনার প্রেক্ষিতে ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে, বাংলাদেশ দলের বিপক্ষে আসন্ন সিরিজ বাতিল করতে পারে ভারত।

তবে বিসিবি সভাপতি এ বিষয়ে আশ্বস্ত করে জানান, “ভারত আমাদের কিছু জানায়নি। একটি মাত্র পত্রিকা এটা বলছে। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং এখন পর্যন্ত সিরিজ নিশ্চিত রয়েছে।”

বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। বলেন, “অভিজ্ঞ খেলোয়াড়েরা বিদায় নিচ্ছে, তাই নতুন ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে আমাদের আরও কাজ করতে হবে। শক্তিশালী দলের সঙ্গে খেলেই অভিজ্ঞতা বাড়াতে হবে।”

সব মিলিয়ে, সাম্প্রতিক বিতর্ক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আত্মবিশ্বাসী অবস্থানেই রয়েছেন বিসিবির বর্তমান সভাপতি।

নিউজটি শেয়ার করুন

বিসিবি সভাপতি ফারুক আহমেদ: ‘কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই’

আপডেট সময় ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

গত কয়েকদিন ধরে সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ফ্যাসিস্ট সরকার ঘনিষ্ঠতা এবং দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছেন তিনি। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সাফ জবাব দিয়েছেন বিসিবি প্রধান। তার ভাষায়, “কোনো ফ্যাসিস্টের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।”

সমালোচনা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “বড় প্রতিষ্ঠানে কাজ করলে সমালোচনা আসবেই। তবে গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। ভালো কাজ করলে সেটার প্রশংসাও হওয়া দরকার।” তার দাবি, অনেক ভালো কাজ করলেও তা কেউ বলছে না, বরং অকারণেই সমালোচনার তীর ছোঁড়া হচ্ছে।

তিনি বলেন, “আমি জানি না কেন এত সমালোচনা হচ্ছে। আমি তো ভালো কাজই করছি। অনুরোধ করবো, সবাই যেন গঠনমূলক সমালোচনা করে।”

ফারুক আহমেদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতার অভিযোগ রয়েছে। তবে সেটিও উড়িয়ে দিয়ে তিনি বলেন, “কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই। যদি এক বিন্দু সংশ্লিষ্টতা থাকতো, আমি এই জায়গায় আসতে পারতাম না।”

এদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সেই উত্তেজনার প্রেক্ষিতে ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে, বাংলাদেশ দলের বিপক্ষে আসন্ন সিরিজ বাতিল করতে পারে ভারত।

তবে বিসিবি সভাপতি এ বিষয়ে আশ্বস্ত করে জানান, “ভারত আমাদের কিছু জানায়নি। একটি মাত্র পত্রিকা এটা বলছে। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং এখন পর্যন্ত সিরিজ নিশ্চিত রয়েছে।”

বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। বলেন, “অভিজ্ঞ খেলোয়াড়েরা বিদায় নিচ্ছে, তাই নতুন ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে আমাদের আরও কাজ করতে হবে। শক্তিশালী দলের সঙ্গে খেলেই অভিজ্ঞতা বাড়াতে হবে।”

সব মিলিয়ে, সাম্প্রতিক বিতর্ক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আত্মবিশ্বাসী অবস্থানেই রয়েছেন বিসিবির বর্তমান সভাপতি।