০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

‘অধিনায়কত্ব পেলে ভালোভাবে করব, এখন পারফর্ম করা গুরুত্বপূর্ণ’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 116

ছবি সংগৃহীত

 

চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখনও বাকি দুই ফরম্যাটের নেতৃত্বে রয়েছেন। মাঝে তার ওই দুটি ফরম্যাটেও নেতৃত্ব ছাড়ার গুঞ্জন উঠেছিল। পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে শান্ত নেতৃত্বে থাকাকালীন তাকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।

গতকাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মিরাজকে পুরস্কৃত করেছে। ওই অনুষ্ঠানে অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, “সবশেষ সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিলাম, এবং আমি তা করেছি। সাম্প্রতিক সময়ে বিপিএলেও অধিনায়কত্ব করেছি, শান্ত না থাকায় জাতীয় দলের ওয়ানডে এবং টেস্টেও নেতৃত্ব দিয়েছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যদি বিসিবি দায়িত্ব দেয়, তাহলে অবশ্যই সেটি ভালোভাবে পালন করার জন্য চিন্তা করব। তবে বর্তমানে অধিনায়ক শান্ত, এবং আমাদের তাকে সমর্থন দেওয়ার পাশাপাশি নিজেদের পারফর্ম করাও গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমাদের ভালো পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে।”

মিরাজ জিম্বাবুয়ে সিরিজে হোম কন্ডিশনের সুবিধা সম্পর্কে উল্লেখ করে বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং। তবে আমাদের হোম সিরিজে বাড়তি সুবিধা পাব। আমার মনে হয়, আমাদের দল সবাই পারফর্ম করার জন্য প্রস্তুত।”

নিউজটি শেয়ার করুন

‘অধিনায়কত্ব পেলে ভালোভাবে করব, এখন পারফর্ম করা গুরুত্বপূর্ণ’

আপডেট সময় ১২:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

 

চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখনও বাকি দুই ফরম্যাটের নেতৃত্বে রয়েছেন। মাঝে তার ওই দুটি ফরম্যাটেও নেতৃত্ব ছাড়ার গুঞ্জন উঠেছিল। পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে শান্ত নেতৃত্বে থাকাকালীন তাকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।

গতকাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মিরাজকে পুরস্কৃত করেছে। ওই অনুষ্ঠানে অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, “সবশেষ সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিলাম, এবং আমি তা করেছি। সাম্প্রতিক সময়ে বিপিএলেও অধিনায়কত্ব করেছি, শান্ত না থাকায় জাতীয় দলের ওয়ানডে এবং টেস্টেও নেতৃত্ব দিয়েছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যদি বিসিবি দায়িত্ব দেয়, তাহলে অবশ্যই সেটি ভালোভাবে পালন করার জন্য চিন্তা করব। তবে বর্তমানে অধিনায়ক শান্ত, এবং আমাদের তাকে সমর্থন দেওয়ার পাশাপাশি নিজেদের পারফর্ম করাও গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমাদের ভালো পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে।”

মিরাজ জিম্বাবুয়ে সিরিজে হোম কন্ডিশনের সুবিধা সম্পর্কে উল্লেখ করে বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং। তবে আমাদের হোম সিরিজে বাড়তি সুবিধা পাব। আমার মনে হয়, আমাদের দল সবাই পারফর্ম করার জন্য প্রস্তুত।”