০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

‘অধিনায়কত্ব পেলে ভালোভাবে করব, এখন পারফর্ম করা গুরুত্বপূর্ণ’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 155

ছবি সংগৃহীত

 

চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখনও বাকি দুই ফরম্যাটের নেতৃত্বে রয়েছেন। মাঝে তার ওই দুটি ফরম্যাটেও নেতৃত্ব ছাড়ার গুঞ্জন উঠেছিল। পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে শান্ত নেতৃত্বে থাকাকালীন তাকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।

গতকাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মিরাজকে পুরস্কৃত করেছে। ওই অনুষ্ঠানে অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, “সবশেষ সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিলাম, এবং আমি তা করেছি। সাম্প্রতিক সময়ে বিপিএলেও অধিনায়কত্ব করেছি, শান্ত না থাকায় জাতীয় দলের ওয়ানডে এবং টেস্টেও নেতৃত্ব দিয়েছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যদি বিসিবি দায়িত্ব দেয়, তাহলে অবশ্যই সেটি ভালোভাবে পালন করার জন্য চিন্তা করব। তবে বর্তমানে অধিনায়ক শান্ত, এবং আমাদের তাকে সমর্থন দেওয়ার পাশাপাশি নিজেদের পারফর্ম করাও গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমাদের ভালো পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে।”

মিরাজ জিম্বাবুয়ে সিরিজে হোম কন্ডিশনের সুবিধা সম্পর্কে উল্লেখ করে বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং। তবে আমাদের হোম সিরিজে বাড়তি সুবিধা পাব। আমার মনে হয়, আমাদের দল সবাই পারফর্ম করার জন্য প্রস্তুত।”

নিউজটি শেয়ার করুন

‘অধিনায়কত্ব পেলে ভালোভাবে করব, এখন পারফর্ম করা গুরুত্বপূর্ণ’

আপডেট সময় ১২:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

 

চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখনও বাকি দুই ফরম্যাটের নেতৃত্বে রয়েছেন। মাঝে তার ওই দুটি ফরম্যাটেও নেতৃত্ব ছাড়ার গুঞ্জন উঠেছিল। পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে শান্ত নেতৃত্বে থাকাকালীন তাকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।

গতকাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মিরাজকে পুরস্কৃত করেছে। ওই অনুষ্ঠানে অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, “সবশেষ সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিলাম, এবং আমি তা করেছি। সাম্প্রতিক সময়ে বিপিএলেও অধিনায়কত্ব করেছি, শান্ত না থাকায় জাতীয় দলের ওয়ানডে এবং টেস্টেও নেতৃত্ব দিয়েছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যদি বিসিবি দায়িত্ব দেয়, তাহলে অবশ্যই সেটি ভালোভাবে পালন করার জন্য চিন্তা করব। তবে বর্তমানে অধিনায়ক শান্ত, এবং আমাদের তাকে সমর্থন দেওয়ার পাশাপাশি নিজেদের পারফর্ম করাও গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমাদের ভালো পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে।”

মিরাজ জিম্বাবুয়ে সিরিজে হোম কন্ডিশনের সুবিধা সম্পর্কে উল্লেখ করে বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং। তবে আমাদের হোম সিরিজে বাড়তি সুবিধা পাব। আমার মনে হয়, আমাদের দল সবাই পারফর্ম করার জন্য প্রস্তুত।”